Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কুলাউড়া উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্বঃ

মরমীকবি হাসন রাজা

১৮৫৪-১৯২২

মরমী কবি, আধ্যাত্মিক সাধক, বাউল সম্রাট, লক্ষণশ্রীর জমিদার হাসন রাজা। একই সঙ্গে রামপাশা ও লক্ষণশ্রীর জমিদারি অপরদিকে বাউল সাধনা, পুরোপুরি বিপরীতধর্মী দু ধারার বিশাল কর্মযজ্ঞ একজন মানুষের পক্ষে কিভাবে সমাধা করা সম্ভব, সেটা মহান আধ্যাত্মিক শিল্পী হাসন রাজাকে না  দেখলে বুঝা যাবে না। তিনি দক্ষতার সাথে জমিদারী পরিচালনা করেন। আবার আধ্যাত্ম সাধনায়  বেরিয়ে পড়েন, দিনরাত ঘুরে  বেড়ান নদীতে হাওড়ে এখানে সেখানে। গেয়ে বেড়ান-

                     কী ঘর বানাইতাম আমি শূন্যের মাঝার

                লোকে বলে বলে রে

হাসন রাজার জন্ম হয়েছিলকুলাউড়ার লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে। পিতার নাম আলী রাজা  চৌধুরী এবং মায়ের নাম হুরমত জাহান বিবি। হাসন রাজার জন্ম হয়েছিল ১৮৫৪ সালে (১২৬১ বঙ্গাব্দের ৭ পৌষ)। বাল্যকালে তাঁর নাম রাখা হয়েছিল হাসন। ‘হাসন’ শব্দের অর্থ সুন্দর। সত্যি তিনি ছিলেন সুন্দর। তিনি সুন্দর ছিলেন যেমন বাইরে তেমনি অন্তরেও।

 

১৯২২ইং বাংলা ১৩২৯ সালের ২১ অগ্রাহায়ণ মরমীসাধক বাউল কবি হাসন রাজা ইহধান ত্যাগ করেন।