Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিশসমুহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

কুলাউড়া,মৌলভীবাজার।

 

বিষয় ঃ  উপজেলার আগষ্ট/২০১৫ মাসের মাসিক সভা অনুষ্ঠান প্রসংগে

 

           অত্র উপজেলার নিম্নবর্ণিত সভা সমূহ পার্শ্বে বর্ণিত তারিখ ও সময়ে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্ললিষ্ট সকল সদস্যগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। সভা অনুষ্ঠানের ০৩ (তিন) দিন পূর্বে সভার কার্যপত্র অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্যও অনুরোধ করা হলো।

 

ক্রঃনং

সভার বিবরণ

সভা অনুষ্ঠানের তারিখ ও সময়

আলোচ্যসূচী

উপজেলা চোরাচালান নিরোধ কমিটির সভা

২৬/০৮/২০১৩ রোজ সোমবার

সকাল ১০.০০ ঘটিকা

(ক) বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন

(খ) বিবিধ

উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

 

২৬/০৮/২০১৩ রোজ সোমবার 

সকাল ১০.৩০ ঘটিকা

(ক) বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন

(খ) আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা

(গ) অপরাধ সংক্রান্ত আলোচনা

(ঘ) বিবিধ

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

২৬/০৮/২০১৩

সোমবার 

সকাল ১০.৩০ ঘটিকা

 

মাসিক সাধারণ সভা

২৬/০৮/২০১৩ রোজ সোমবার

দুপুর ১২.০০ ঘটিকা

(ক) বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন

(খ) বিভাগীয় বিষয়াদি পর্যালোচনা

(ঘ) বিবিধ

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

২৮/০৮/২০১৩ রোজ মঙ্গলবার

দুপুর ১১.০০ ঘটিকা

(ক) বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন

(খ) নারী ও শিশু নির্যাতন বিষয়ক আলোচনা

(ঘ) বিবিধ

মাসিক রাজস্ব সভা

২৯/০৮/২০১৩

রোজ বৃহস্পতিবার

বিকাল ০৩.০০
 

(ক) বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন

(খ) বিভাগীয় বিষয়াদি পর্যালোচনা

(ঘ) বিবিধ

    

মোহাম্মদ নাজমুল হাসান

উপজেলা নির্বাহী অফিসার

কুলাউড়া,মৌলভীবাজার।

 

স্মারক নং-০৫.৬০.৫৮৬৫.০০৪.০১৩.০০৪.১৩-৮০৮(১০০)                             তারিখঃ- ০৪/০৮/২০১৩।

 

অনুলিপি : ১। জেলা প্রশাসক,মৌলভীবাজার। সদয় অবগতির জন্য।

                 জ্ঞাতার্থে ও কার্যার্থেঃ

           ১। উপজেলা পরিষদ চেয়ারম্যান, কুলাউড়া, মৌলভীবাজার।

           ২। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান/উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, কুলাউড়া।

           ৩।। মেয়র,কুলাউড়া পৌরসভা, কুলাউড়া,মৌলভীবাজার।

           ৪।। উপজেলা---------------------------------অফিসার(সকল)কুলাউড়া,মৌলভীবাজার।

            ৪। চেয়ারম্যান--------------------------------ইউ,পি(সকল)কুলাউড়া।

 ৫। অধ্যক্ষ/প্রধান শিক্ষক----------------------কলেজ/বিদ্যালয়,কুলাউড়া,মৌলভীবাজার।

            ৬। উপ-বিভাগীয় প্রকৌশলী,পানি উন্নয়ন৮বোর্ড,-২ পওর,মৌলভীবাজার।

            ৭। উপ-বিভাগীয় প্রকৌশলী,পানি উন্নয়ন বোর্ড,উপ-বিভাগ,রাজনগর,মৌলভীবাজার।

            ৮। কোম্পানী কমান্ডার,চাতলাপুর,বিওপি,কুলাউড়া।

            ৯। কমান্ডার,মুক্তিযোদ্ধা সংসদ,কুলাউড়া।

           ১০। ------------------------------------এনজিও,কুলাউড়া,মৌলভীবাজার।

           ১১। জনাব -------------------------------উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি,কুলাউড়া।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

কুলাউড়া,মৌলভীবাজার।