বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে অবস্থিত। এতে ০৩টি পাকা ভবন রয়েছে । ০২টি পাকা ও ০১টি আধা পাকা ভবন। আধা পাকা ভবনের অবস্থা জরাজীর্ন । ০৮ কক্ষের মধ্যে ০১ টি অফিস কক্ষ ও ০৭টি শ্রেণিকক্ষ। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৭৬।
উত্তর কুলাউড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মৃৃত অমলেন্দু চৌধুরী ৩৩ শতাংশ জমি দান করেন । প্রথমে কাচাঁ ঘর ছিল ১৯৬৫ সালে সরকারি ব্যয়ে ১ম ভবনটি নির্মিত হয়। ১৯৭৩ সালে জাতীয় করণ হয়। ২য় ভবন ১৯৯৯ ইং সালে এবং ৩য় ভবন ২০০৭ সালে নির্মিত হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৪৪ ৪১ ৮৫
২য় ৫৯ ৫৯ ১১৮
৩য় ৭০ ৬১ ১৩১
৪র্থ ৫২ ৪৬ ৯৮
৫ম ৪৬ ৪৯ ৯৫
মোট ২৭১ ২৫৬ ৫২৭
১ নিত্য গোপাল চৌধুরী জয়চন্ডী বিদ্যোৎসাহী পুরুষ সভাপতি
২ মোঃ আমির আলী রামপাশা ওয়ার্ড মেম্বার সদস্য
৩ ছালমা বেগম জয়চন্ডী মেধাবী অভিভাবক সদস্য সদস্য
৪ আজিজুল হক বাবুল উত্তর কুলাউড়া ছাত্র অভিভাবক সহ-সভাপতি
৫ অজয় কৃষ্ণ দেব উত্তর কুলাউড়া ছাত্র অভিভাবক সদস্য
৬ সুমাইয়া বেগম উত্তর কুলাউড়া ছাত্র অভিভাবক সদস্য
৭ রহিমা বেগম উত্তর কুলাউড়া বিদ্যোৎসাহী মহিলা সদস্য
৮ মোঃ আনিছুর রহমান উত্তর কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সদস্য
৯ সুমা রানী নর্গে জয়চন্ডী ছাত্র অভিভাবক সদস্য
১০ বন্দনা বিশ্বাস জয়চন্ডী মাধ্যমিক শিক্ষক সদস্য
১১ স্বপন কুমার চৌধুরী উত্তর কুলাউড়া বিদ্যোৎসাহী পুরুষ সদস্য
১২ হাছনা বেগম কুলাউড়া প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি আর ভুক্তি অংশ গ্রহণ পাশ পাশের হার
২০১১ ৭৫ ৭৫ ৭২ ৯৬%
২০১০ ৬৭ ৬২ ৫৩ ৮৫.৪৮%
২০০৯ ৫৩ ৫২ ৪৭ ৯০.৩৮%
২০০৮ ৬৫ ৬১ ৫২ ৮৫.২৫%
২০০৭ ৬৪ ৬৩ ৫২ ৮২.৫৪%
সন ট্যালেন্টপুল সাধারণ
২০১১ ০৩ ০২
২০১০ ০৩
২০০৯ ০৪ ০১
২০০৮ ০১
২০০৭ ০১ ০২
২০০৪ সালে প্রধান শিক্ষিকা জেলার শ্রেষ্ঠ শিক্ষক হন। ২০০৭ সালে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়।
ভবিষ্যতে ভর্তিকৃত সকল শিশুকে ১০০% উপস্থিতি নিশ্চিত করে শিশু শিখন ও মূল্যবোধ অর্জনে বিদ্যালয়টিকে একটি আদর্শ মডেল স্কুলে রুপান্তরিত করব।
হাছনা বেগম
প্রধান শিক্ষক
কুলাউড়াগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দক্ষিন বাজার ,ডাক ঃ কুলাউড়্,া
উপজেলা ঃ কুলাউড়া,জেলাঃ মৌলভীবাজার,
মোবাইল ঃ ০১৭১০-৯৩৩৪১৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস