বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৬নং কাদিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাদিরপুর গ্রামে অবস্থিত।এটি একটি পাকা ভবন ও একটি আধা পাকা ভবন নিয়ে গঠিত। এতে মোট ৪টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ এবং একটি স্টোর রুম আছে।বর্তমানে বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষক ও ১৬০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের পাশ দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ০৮ কিলোমিটার
১৯০৩ সালে কাদিরপুর গ্রামের স্বনামধন্য শিক্ষাদরদী ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মরহুম অফিকুল হক চৌধুরী অত্র এলাকার শিক্ষার প্রসারে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সার্থে নিজ ভূমি হতে ৩০ শতাংশ ভূমি দান করলে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্থরের জনসাধারণের সহযোগীতায় অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়টি কাঁচা ঘর ছিল।১৯৭৩ সালে জাতীয়করণের পর ১৯৮৬-৮৭ অর্থ বছরে সরকারি বরাদ্দে একটি আধাপাকা ভবন নির্মান করা হয়।পরবর্তীতে আরো একটি পাকা ভবন সরকারি অর্থে নির্মিত হয়
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ২৫ ১৩ ৩৮
২য় ১৭ ১৫ ৩২
৩য় ১৪ ১৪ ২৮
৪র্থ ০৮ ১৫ ২৩
৫ম ০৭ ১৬ ২৩
মোট ৭১ ৭৩ ১৪৪
০১ সৈয়দা ফাতেমা জহুরা চুনঘর বিদ্যোৎসাহী মহিলা সহসভাপতি
০২ মুমিনুল হক চৌধুরী কাদিরপুর জমিদাতা সদস্য সদস্য
০৩ কাজল চন্দ্র নাথ কাদিরপুর ইউ/পি সদস্য সদস্য
০৪ লাইলী বেগম কাদিরপুর মেধাবী ছাত্রের অভিভাবক সদস্য্য সদস্য
০৫ এ.জেড.এম.আতাউল কাদির কাদিরপুর অভিভাবক সদস্য সদস্য
০৬ মিলন ধর উত্তরকৌলা অভিভাবক সদস্য সদস্য
০৭ সবিতা দেব উত্তরকৌলা অভিভাবক সদস্য সদস্য
০৮ পারভীন আক্তার কাদিরপুর অভিভাবক সদস্য সদস্য
০৯ সঞ্জিতা দাস চুনঘর মাধ্যমিক শিক্ষক প্রতি. দস্য
১০ জেসমিন আক্তার চুনঘর বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ জুসিয়ারা খানম হোসেনপুর প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ৩০ ২৯ ২৫ ৮৬%
২০১০ ২৪ ২২ ১৫ ৬৮%
২০০৯ ১৮ ১৭ ১৩ ৭৬%
২০০৮ ২০ ১৯ ১৬ ৮৪%
২০০৭ ১৭ ১৭ ১২ ৭১%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ - - -
২০০৯ - - -
২০০৮ ০১ - ০১
২০০৭ - ০১ ০১
২০০৮ সালে টেলেন্টপুল ও ২০০৭ সালে সাধারণ বৃত্তিলাভ।
ভর্তিকৃত সকল শিশুর ১০০% উপস্থিতি নিশ্চিত করা, সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% করা এবং শিশুর শিখন ও মূল্যবোধ অর্জনের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে রূপান্তরিত করা।
জুসিয়ারা খানম,প্রধান শিক্ষক, উত্তরকৌলা কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭৩৬২৮৪২৭২।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস