লংলা আধুনিক ডিগ্রি কলেজ, গ্রাম- মনরাজ, ইউপি- ৮নং রাউৎগাঁও, মৌজা- মাহমুদপুর, জে.এল #৮৫, দাগ #৩৫৬৬,৩৫৬৭,৩৫৬৮,৩৫৬৯, খতিয়ান # ১১০৮,১৩০৯,৫৫১,৩/৪। কলেজটিতে ১টি তিন তলা ভবন, ৩ টি টিনসেড ভবন রয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়শিক্ষা শাখায় পাঠদান করা হয়। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে কলেজেটিতে বি.এস.এস. (পাস) কোর্স চালু করা হয়েছে। বর্তমানে কলেজটিতে মোট শিক্ষার্থী সংখ্যা ১৫৯২ জন।
সাবেক এম.পি এডভোকেট আলহাজ্ব এ.এন.এম ইউসুফ সাহেব এর উদ্যোগে রাউৎগাঁও, পৃথিমপাশা, কর্মধা ও টিলাগাঁও ইউনিয়নের শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে ১৯৯৮ খ্রি. ২৬ আগষ্ট এক সাধারণ সভার সিদ্ধান্তের মাধ্যমে ১ সেপ্টেম্বর ১৯৯৮ খ্রি. রাউৎগাঁও গ্রামে বাবু অজিত কুমার দেব চৌধুরীর দোকান গৃহে অস্থায়ী কার্যালয়ে একাদশ শ্রেনীতে ১৭ জন শিক্ষার্থীর ভর্তির মাধ্যমে ১৯৯৮-৯৯ সালে কলেজটির যাত্রা। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানোর জন্য পূর্ব রাউৎগাঁও সরকারী প্রা.বিদ্যালয়ের আঙ্গিনায় টিনসেড ঘর নির্মান করে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে মনরাজ নিবাসী বাবু সুশীল চন্দ্র দাস কুলাউড়া-রবিরবাজার সড়কের পার্শ্বে মনরাজ গ্রামে ৪২ শতক ভূমি ও একই গ্রামের আলহাজ মো. আব্দুল জববার চৌধুরী ২৬ শতক ভূমি কলেজ চত্ত্বরে দান করেন। ইটাহরী নিবাসী মাসুদ আহমদ চৌধুরী ৬০ শতক, হাজী কুটুর উল্লা ১৪ শতক, মো. উস্তার মিয়া ১৫ শতক, আব্দুল আজীজ ১৭ শতক ভূমি দান করেন। এলাকার মানুষের আর্থিক দান ও সরকারী সাহায্যে কলেজটির নির্ধারিত স্থানে একটি আধাপাকা ঘর নির্মান করা হয়। ২০০০ সালে তৎকালীন মাননীয় সংসদ সদস্য জনাব সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর ঐকান্তিক প্রচেষ্ঠায় ফ্যাসেলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক ১টি তিনতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ২০০০ সালে কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যয়ে এম.পি.ও ভূক্ত হয়। ২০০৩সালে জনাব এম.এম. শাহীন- এম.পি একাডেমীক ভবনর শুভ উদ্ভোধন করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজ সাংগঠনিক কমিটিতে নবাব আলী আববাছ খান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া মহোদয়গন তাদের দায়িত্বকালীন সময়ে কলেজটি সার্বিকভাবে অগ্রসর হয়। এবং অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। (১) জনাব আলহাজ্ব এ.এন.এম. ইউসুফ (অধ্যক্ষ, প্রতিষ্ঠাকালীন) (২) খন্দকার মো. আব্দুল ওয়াহিদ সারোয়ার (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) (৩) জনাব মো. আতাউর রহমান (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)।
২০০২ সালের আগষ্ট মাসে কলেজ গভর্নিং বডি সময়ের প্রয়োজনে একজন পূর্ণকালীন অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন। এবং ১/৮/২০০২ খ্রি. জনাব মো. মহিবুর রহমান অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহন করেন। তার মেধা, শ্রম, নিষ্ঠা ও দূরদর্শী প্রজ্ঞার মাধ্যমে কলেজের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এস.এস (পাস) কোর্স খোলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস