বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত কৌলা গ্রামে অবস্থিত।এটি দুইটি পাকা ভবন ও একটি পরিত্যাক্ত আধাপাকা ভবন নিয়ে গঠিত। এতে মোট ৫টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে।বর্তমানে বিদ্যালয়টিতে ০৭ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত ও ৩১৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। বিদ্যালয়টির দুই ভবনের মধ্যখানে একটি ছোট খেলার মাঠ আছে। বিদ্যালয়ের সম্মুখে একটি পাকা রাস্তা ও পিছনে একটি সরকারি দিঘি আছে। উপজেলা সদর হতে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ০৭ কিলোমিটার।
সর্বপ্রথম ১৯৪০ সালে বিদ্যালটি অত্র এলাকার বিশিষ্ঠ ব্যক্তিত্ব মরহুম সৈয়দ বদরুল হোসেন চৌধুরীর দিঘির পাড়ে অস্থায়ীভাবে স্থাপিত হয়।পরবর্তীতে বিদ্যালয়ের ঘর ভেঙ্গে পড়ায় কিছু দিনের জন্য মরহুম জনাব সিরাজুল ইসলাম চৌধুরীর বাড়ির সম্মুখে পরিচালিত হয়। ১৯৬০ সালে পূনরায় মরহুম সৈয়দ বদরুল হোসেন চৌধুরীর দিঘির পশ্চিম পাড়ে পরিচালিত হতে থাকে।বিদ্যালয় গৃহটি পূনরায় ভেঙ্গে পড়ায় আবার কিছু দিনের জন্য মরহুম জনাব নজরুল ইসলাম চৌধুরীর টঙ্গী ঘরে স্থানান্তরিত হয়।অবশেষে ১৯৬৮ সালে মরহুম রকিব আহমদ চৌধুরীর স্ত্রী মহিয়সী নারী মরহুম মোছাম্,মাৎ খয়রুন নেছা খাতুন চৌধুরীর দানকৃত বর্তমান স্থানে এলাকাবাসীর সহযোগীতায় বাঁশের বেড়া ও টিনের ছাওনিতে বিদ্যালয়টি স্থাপিত হয়। উল্লেখ্য যে,১৭/১১/১৯৭৭ সালে বিদ্যালয়ের নামে দানকৃত জমি রেজিস্ট্রিকৃত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ২৭ ৪২ ৬৯
২য় ১৯ ২৬ ৪৫
৩য় ৪১ ৪১ ৮২
৪র্থ ২৫ ২৭ ৫২
৫ম ১২ ২৯ ৪১
মোট ১২৪ ১৬৫ ২৮৯
০১ মো: আজির উদ্দিন কৌলা বিদ্যোৎসাহী পুরুষ সহসভাপতি
০২ মো: আব্দুর রব তালুকদার কৌলা অভিভাবক সদস্য সদস্য
০৩ নিলুফা ছিদ্দিকি লুৎফা কৌলা অভিভাবক সদস্য সদস্য
০৪ পারভীন বেগম কৌলা মেধাবী ছাত্রের অভিভাবক সদস্য সদস্য
০৫ মো: হাছন মিয়া কৌলা অভিভাবক সদস্য সদস্য
০৬ মমতা বেগম নজাতপুর বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৭ আব্দুল মুমিত চৌধুরী কৌলা জমিদাতা সদস্য সদস্য
০৮ শাহাব উদ্দিন খান কৌলা ইউ/পি সদস্য সদস্য
০৯ লোকমান মিয়া কৌলা মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
১০ ফাতেমা বেগম নজাতপুর বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ মো: আব্দুল বাছিত উছলাপাড়া প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ৪৫ ৪৫ ৩৮ ৮৪%
২০১০ ৩৮ ৩৮ ৩৮ ১০০%
২০০৯ ৪১ ৪১ ৩০ ৭৩%
২০০৮ ২৬ ২৬ ২১ ৮১%
২০০৭ ৩৩ ৩২ ১৮ ৫৬%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ - ০১ ০১
২০০৯ - ০১ ০১
২০০৮ - - -
২০০৭ - - -
২০১২ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-এ উপজেলা পর্যায়ে রানার্স আপ।২০১১ সালে একজন ছাত্রের দীর্ঘ লাফ প্রতিযোগীতায় জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন।২০১০ সালে একজন ছাত্রের সাতার প্রতিযোগীতায় জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন। ২০১০ সালে ১০০ মি. দৌড় প্রতিযোগীতায় বালক ও বালিকা উভয় বিভাগে উপজেলা পর্যায়ে ১ম স্থান লাভ এবং ১০০ মি. সোতার প্রতিযোগীতায় বালক ও বালিকা উভয় বিভাগে উপজেলা পর্যায়ে ১ম স্থান লাভ।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি আদর্শ ও শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তর করা।
মো: আব্দুল বাছিত,
প্রধান শিক্ষক,
কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কুলাউড়া, মৌলভীবাজার।
মোবাইল-০১৭৫৭৮৩০৮০৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস