বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শশারকান্দি গ্রামে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির দক্ষিণ-পশ্চিম তীর ঘেষে অবস্থিত।এটি একটি পাকা ভবন । এতে মোট ৩টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে।বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে ১৬০ জন শিক্ষাথী ও ৪জন শিক্ষকের পদ পদ থাকলেও ২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বিদ্যালয়টির উত্তর পাশে একটি বড় দিঘি রয়েছে। বিদ্যালয়ের পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা বয়ে গেছে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার
স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে শশারকান্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: কাদির মিয়া,নজির আলী ,সজ্জাদ আলী ,মর্তুজ আলী , কাঞ্চন মিয়া, উমেদ আলী ও এলাকাবাসী সর্বসাধারণের সমন্বয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অনেক ত্যাগের পর বিদ্যালয়টি ১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ১৮ ২২ ৪০
২য় ১৬ ১৬ ৩২
৩য় ১৬ ২৩ ৩৯
৪র্থ ১০ ১৬ ২৬
৫ম ০৪ ১৯ ২৩
মোট ৬৪ ৯৬ ১৬০
০১ মো: হোসেন খান শশারকান্দি অভিভাবক সদস্য সহসভাপতি
০২ কামাল আহমদ সিদ্দেকী বাদেভূকশিমইল ইউ/পি সদস্য সদস্য
০৩ আব্দুল জলিল শশারকান্দি অভিভাবক সদস্য সদস্য
০৪ কাঞ্চন মিয়া শশারকান্দি জমিদাতা সদস্য সদস্য
০৫ আছমা বেগম শশারকান্দি অভিভাবক সদস্য সদস্য
০৬ মনোয়ারা বেগম শশারকান্দি অভিভাবক সদস্য সদস্য
০৭ চাম্পা বেগম শশারকান্দি মেধাবী ছাত্র অভিভাবক সদস্য সদস্য
০৮ রিপিয়া বেগম শশারকান্দি বিদ্যোৎস্হাী সদস্য
০৯ আব্দুল কাইয়ূম শশারকান্দি মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
১০ মো: সফিকুর রহমান নওয়াগাঁও বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ মো: নজরুল ইসলাম ভূকশিমইল প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ২০ ২০ ২০ ১০০%
২০১০ ১৪ ১৪ ১১ ৭৯%
২০০৯ ১২ ০৯ ০৯ ১০০%
২০০৮ ১২ ১২ ১০ ৮৩%
২০০৭ ১৪ ১৪ ১৩ ৯৩%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ - - -
২০০৯ - - -
২০০৮ - - -
২০০৭ - - -
২০১১ ও ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% পাশ ।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এবং বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষের সহায়তায় বিদ্যালয়টির যথাসাধ্য উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে একটি মডেল বিদ্যালয়ে রূপান্তর করা।
মো: নজরুল ইসলাম,প্রধান শিক্ষক, শশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭২০৫৮৮৯৪৬।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস