বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে ০২ টি ভবন আছে,যার মধ্যে ০১টি ভবন পাকা ও ০১টি সেমি পাকা । এতে ০৫টি শ্রেণিকক্ষ ও ০১ অফিস কক্ষ রয়েছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ০৬ জন ও শিক্ষার্থীর সংখ্যা ৩২৪ জন।বিদ্যালয়টি ০২টি শিফটে পরিচালিত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৫৪ বিদ্যালয়ের যোগাযোগের ব্যাবস্থা উন্নত।
যতদুর জানা যায়, বিদ্যালয়টি প্রথম দিকে কামারকান্দি গ্রামের দক্ষিণ পার্শ্বে সাময়িকভাবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯২৮ সালে এলাকার মানুষের ইচ্ছাতে হাজী মোঃ আব্দুল করিম ভুমি দান করায় বর্তমান স্থানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৪৫ ২৯ ৭৪
২য় ৩৮ ৪৫ ৮৩
৩য় ৩৬ ৪০ ৭৬
৪র্থ ৩৯ ২২ ৬১
৫ম ১৫ ১৫ ৩০
মোট ১৭৩ ১৫১ ৩২৪
১ হাজী মোঃ আব্দুল ওয়াহিদ কামারকান্দি বিদ্যোৎসাহী পুরুষ সভাপতি
২ মাওঃ মোঃ তৈয়ৗবুর রহমান কাদিপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সহ-সভাপতি
৩ মোঃ আব্দুল হামিদ কামারকান্দি জমিদাতা সদস্য
৪ মোঃ আতাউর রহমান কামারকান্দি পুরুষ অভিভাবক সদস্য
৫ মোছাঃ লিল্পি বেগম কামারকান্দি বিদ্যোৎসাহী মহিলা সদস্য
৬ মোঃআব্দুল মালিক কামারকান্দি পুরুষ অভিভাবক সদস্য
৭ পারভীন বেগম কামারকান্দি মহিলা অভিভাবক সদস্য
৮ সাহেনা আক্তার দক্ষিণ গিয়াস নগর মহিলা অভিভাবক সদস্য
৯ মোঃ মবশ্বির আলী দক্ষিণ গিয়াস নগর মেধাবী ছাত্র অভিভাবক সদস্য
১০ আলহাজ্ব মোঃ আব্দুস সহিদ কামারকান্দি ইউপিঃ ওয়ার্ড সদস্য সদস্য
১১ আছমা বেগম কামারকান্দি সহঃ শিক্ষক কামারকান্দি সদস্য
১২ নবীন কৈরী ক্লিভডন চা বাগান প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি আর ভুক্তি অংশ গ্রহণ পাশ পাশের হার
২০১১ ২৫ ২৫ ২৫ ১০০%
২০১০ ২৫ ২৫ ২৫ ১০০%
২০০৯ ২৫ ২৫ ২৫ ১০০%
২০০৮ ২০ ২০ ১৩ ৬৫%
সন ট্যালেন্টপুল সাধারণ
২০১১ ০১
২০১০ ০১
২০০৯ ০২
২০০৮
¬
শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে এবং বিগত তিন বছর যাবত সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ অর্জিত হয়েছে।
ভবিষ্যতে ভর্তিকৃত সকল শিশুকে ১০০% উপস্থিতি নিশ্চিত করে শিশু শিখন ও মূল্যবোধ অর্জনে বিদ্যালয়টিকে একটি আদর্শ মডেল স্কুলে রুপান্তরিত করব।
নবীন কৈরী
প্রধান শিক্ষক
কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গ্রাম ঃ ক্লিবডন চা বাগান,ডাক ঃ রংগীরকুল
উপজেলা ঃ কুলাউড়া,জেলাঃ মৌলভীবাজার,
মোবাইল ঃ ০১৭১৫-৪৬৬৭৭১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস