বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৬নং কাদিপুর ইউনিয়নের উচাইল গ্রামে অবস্থিত।এটি একটি পাকা দ্বিতল ভবন ও একটি আধা পাকা ভবন নিয়ে গঠিত। এতে মোট ৮টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে।বর্তমানে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪৭। বিদ্যালয়ের সম্মুখে একটি ছোট খেলার মাঠ আছে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ০৬ কিলোমিটার
১৯২৫ সালে হোসেনপুর গ্রামের স্বনামধন্য শিক্ষাদরদী ব্যক্তিবর্গ- জনাব মো:সাতির আলী,জনাব মো: মাছাদুর রহমান,জনাব আব্দুল মোক্তাদিও ও জনাব মো: নূরুল ইসলাম তাঁদেও নিজস্ব ৩০ শতাংশ ভূমিতে এলাকা বাসীর সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি উচাইল ও হোসেনপুর গ্রামের প্রান কেন্দ্রে অবস্থিত বিধায় উভয় গ্রামবাসীর মতানুযায়ী উচাইল হোসেনপুর নামে নামকরণ করা হয়।১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৪৩ ২৭ ৭০
২য় ৩৬ ২৪ ৬০
৩য় ৩৪ ২২ ৫৬
৪র্থ ২৬ ২৮ ৫৪
৫ম ২১ ২৬ ৪৭
মোট ১৬০ ১২৭ ২৮৭
০১ মো: আব্দুল মুক্তাদির হোসেনপুর জমিদাতা সদস্য সহসভাপতি
০২ মো: আব্দুল মুহিদ হোসেনপুর মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
০৩ মো: আব্দুর রহিম মিটু কৌলারশি ইউ/পি সদস্য সদস্য
০৪ মো: আবুল কাসেম মোস্তফা কৌলারশি অভিভাবক সদস্য সদস্য
০৫ সোহেল কয়েছ চৌধুরী হোসেনপুর মেধাবী ছাত্রের অভিভাবক সদস্য সদস্য
০৬ রাশেদা ইয়াছমিন চৌধুরী কৌলারশি অভিভাবক সদস্য সদস্য
০৭ পারভীন খানম গোবিন্দপুর অভিভাবক সদস্য সদস্য
০৮ নুরুন নাহার উচাইল বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৯ চন্দ্রনী বিশ্বাস লক্ষèীপুর অভিভাবক সদস্য দস্য
১০ সবিতা রানী নাথ গোবিন্দপুর বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ হেনা বেগম কৌলারশি প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ৪১ ৪১ ৪১ ১০০%
২০১০ ৩২ ৩২ ২৩ ৭৩%
২০০৯ ৩৪ ৩৪ ২৯ ৮৫%
২০০৮ ৪৮ ৪৮ ৪১ ৮৫%
২০০৭ ৩৫ ৩৫ ১৫ ৪৩%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ ০২ - ০২
২০০৯ - - -
২০০৮ - ০১ ০১
২০০৭ - ০১ ০১
২০১২ সালে আন্ত:প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় উপস্থিত বক্তৃতা বিষয়ে জেলা পর্যায়ে ১ম স্থান লাভ।১৯৯৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা।যোগ্যতা ভিত্তিক পাঠদানের মাধ্যমে শিশুদের শিখন মূল্যবোধ অর্জন। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এবং বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষের সহায়তায় বিদ্যালয়টির যথাসাধ্য উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে একটি মডেল বিদ্যালয়ে রূপান্তর করা।
হেনা বেগম,প্রধান শিক্ষক, উচাইল হেসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১১১২৭২০৮।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস