হাকালুকি হাওরের পাদদেশে কুলাউড়ার নবাবগঞ্জ রাস্তা সংলগ্ন পশ্চিমপার্শ্বে ছকাপন রেল ষ্টেশন থেকে ২০০ মিটার দক্ষিনে এক মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর মধ্যে ২টি পাকা ১ তলা বিল্ডিং এবং ১টি আথাপাকা টিনসেট বিল্ডিং রয়েছে।এছাড়া.......টি শ্রেনী কক্ষ,.....টি অফিস কক্ষ এবং ১টি কম্পিউটার ল্যাব রয়েছে। কলেজটির ভবনসমুহ ইউ আকৃতির।বিদ্যালয়টি ২০০৩ সালে কলেজে রুপান্তর করা হয়েছে। বিদ্যালয় শাখায় মানবিক,বিজ্ঞান ও বানিজ্য এবং কলেজ শাখায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে। ।স্কুল শাখায়.......জন শিক্ষকের মধ্যে ..... জন পুরুষ , ও....জন মহিলা এবং কলেজ শাখায়......জন শিক্ষকের মধ্যে .......জন পুরুষ এবং ......জন মহিলা।
কাদিপুর ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ে কোন শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করল।এ প্রয়োজনের তাগিদে এলাকার সকল শ্রেনীর মানুষ সম্মিলিত প্রচেষ্টায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত করেন ছকাপন উচ্চ বিদ্যালয়।এতে অগ্রণী ভূমিকায় ছিলেন ভুমিদাতা প্রয়াত জনাব ইউছুব আলী , জনাব মোঃ মকদ্দছ আলী ,প্রয়াত জনাব মনাত্তর আলী এবং জনাব আব্দুল ওদুদ। পরবর্তী সময় হাসিমপুর নিবাসী জনাব আব্দুল খালিক (পাখি মিয়া) ১৫(পনের) শতক ভূমি ,প্রয়াত ইউছুব আলী সাহেবের স্ত্রী রাজিয়া খানম প্রায় ১.২৫ শতক ভূমি বিদ্যালয়কে দান করেন। পরবর্তী পর্যায়ে ২০০৩ সালে এলাকার সর্বস্তরের মানুষের অনুরোধে লন্ডন প্রবাসী জনাব জয়নাল আবেদীন হীরা সাহেবের একক আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি কলেজে রুপান্তর করা হয়।
শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ম | ৪৮ | ৬৬ | ১১৪ |
৭ম | ৩৬ | ৫৯ | ৯৫ |
৮ম | ৩৬ | ৩৯ | ৭৫ |
৯ম | ২৫ | ৬০ | ৮৫ |
১০ম | ২৬ | ৫৪ | ৮০ |
একাদশ | ৩৭ | ৫১ | ৮৮ |
দ্বাদশ | ৩২ | ৩৫ | ৬৭ |
ক্রমিকনং | সদস্যদের নাম | পদবী | মেয়াদকাল |
১ | সৈয়দা জেবুন্নেছা হক | সভাপতি |
|
২ | এ.কে.এম সফি আহমদ সলমান | শিক্ষানুরাগী সদস্য |
|
৩ | মোঃ মাহবুবুর রহমান | অভিভাবক সদস্য |
|
৪ | মোঃ আব্দুর রহমান | অভিভাবক সদস্য |
|
৫ | মোঃ জহির উদ্দিন | অভিভাবক সদস্য |
|
৬ | মোঃ মনির মিয়া | অভিভাবক সদস্য |
|
৭ | মোঃ ফয়জুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
|
৮ | সৈয়দা মিলুফা পারভীন | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
|
৯ | মোঃ বেলাল আহমদ চৌধুরী | শিক্ষক প্রতিনিধি |
|
১০ | সুলতানা পারভীন |
|
|
১১ | সৈয়দা সুলতানা বেগম |
|
|
১২ | মোঃ আব্দুল খালিক | সদস্য সচিব |
|
পরীক্ষার নাম | পরীক্ষার সন | পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা | পরীক্ষা পাশকৃত ছাত্রছাত্রীর সংখ্যা | পাসের হার (শতকরা) |
এস.এস.সি | ২০১২ |
|
| ৮৭% |
২০১১ |
|
| ৭৮% | |
২০১০ |
|
| ৭৪% | |
২০০৯ |
|
| ৮৫% | |
২০০৮ |
|
| ৬৩.৩৩% | |
জে.এস.সি | ২০১২ |
|
|
|
২০১১ |
|
| ৮৭% | |
২০১০ |
|
| ৬৫% | |
|
|
|
| |
|
|
|
| |
এইচ.এস.সি | ২০১২ |
|
| ৮৯% |
২০১১ |
|
| ৮০% | |
২০১০ |
|
| ৭৯% | |
২০০৯ |
|
| ৪২% | |
২০০৮ |
|
| ৭৬% |
ক্রমিকনং | নাম | ফলাফল | পাসের সন |
১ | মোঃ ওমর ফারুক | ট্যালেন্টপুল | ২০০৮ |
২ | শাহজাহান আলম | সাধারন গ্রেড | ২০০৮ |
উপজেলা স্কাউটের প্রথম সমাবেশে বিদ্যালয়ের ছাত্র আব্দুল হাসান শ্রেষ্ঠ স্কাউটার নির্বাচিত হয়।তাছাড়া আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠান থেকে প্রেরিত দল বিভিন্ন সময় চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছে।
অত্র প্রতিষ্ঠানে জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষা কেন্দ্র চালুসহ শিক্ষার সার্বিক মান উন্নয়নে অভিভাবকদরে অংশগ্রহন নিশ্চিতকরণ।ভৌত অবকাঠামোর উন্নতি করা এবং শিক্ষকদের মান সম্মত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিতকরণ ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এ লক্ষে বর্তমানে কাজ চলছে।
কুলাউড়া উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তর পর্শ্চিমে প্রতিষ্টানটি অবস্তিত। কুলাউড়া-নবাবগঞ্জ সড়কের পশ্চিম পার্শ্বে ও ছকাপন রেল ষ্ট্রেশন থেকে ২০০ মিটার দক্ষিনে কলেজটির অবস্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস