মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার অমর্ত্মগত বাংলাদেশের বৃহত্তম হাওড় হাকালুকি এর দক্ষিণ তীরে ২নং ভূকশিমইল ইউনিয়নে অবস্থিত। প্রতিষ্ঠানটি কুলাউড়া সদর হইতে উত্তর দিকে ১০ কি.মি. এবং জুড়ি উপজেলা হইতে পশ্চিম দক্ষিণে প্রায় ১৪ কি.মি দূরে অবস্থিত। কুলাউড়া উপজেলার সাথে নৌকা ও সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা আছে। প্রতিষ্ঠানটি একটি অনুন্নত ও ভাটী অঞ্চলে অবস্থিত। অত্যধিক বন্যায় প্রতিষ্ঠানটি পানিতে নিমজ্জিত হইয়া যায় এবং বন্যাকালীন সময়ে প্রতিষ্ঠানটি বন্ধ থাকে।
দেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পরপর এলাকার যুব সম্প্রদায় মুরম্নববীয়ানদের সহযোগিতায় ১৩৬.৫০ টাকা মুলধন নিয়া বিদ্যালয়ের কার্যক্রম শুরম্ন হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে জনাব মোহাম্মদ মাশুক প্রধান শিক্ষক হিসাবে এবং মরহুম আব্দুছ ছালেক সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন এবং ছাত্র/ছাত্রীর সংখ্যা ছিল ৬ষ্ঠ শ্রেণীতে ২২ জন। পরবর্তীতে এলাবাসীর সার্বিক সহযোগিতায় বিশেষভাবে গভর্নিং বডির বর্তমান সভাপতি জনাব এম, সুলায়মান এবং তাঁহার মরহুম পিতা মো: রহাব মিয়ার ঐকামিত্মক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি আগাইয়া চলে। ভূকশিমইল নিবাসী মরহুম ইয়াকুব আলী সাহেবের উৎসাহে তাঁহার পুত্র জনাব ইলিয়াছ আলী প্রতিষ্ঠাকালীন সময়ে জায়গা দান করেন। মরহুম হাজী ফরমুজ আলীর। আর্থিক সহায়তায় বর্তমান বিদ্যালয় ভবনের জায়গা ১৯৭৩ইং খরিদ করা হয়। ০১/০১/১৯৭৩ ইং হইতে জুনিয়র বিদ্যালয় হিসাবে, ২৯/০৫/৭৫ইং হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে পরিচালিত হয় এবং ০১/০৭/২০০৪ইং হইতে কলেজ শাখায় ছাত্র/ছাত্রীর ভর্তির অনুমতি পাওয়া যায়। তৎকালীন সময়ে অত্র এলাকায় কোন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। বিধায় এই প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৭৭ | ৮১ | ১৫৮ |
৭ম | ৬৬ | ৭০ | ১৩৬ |
৮ম | ৪১ | ৩৩ | ৭৪ |
৯ম | ৪৬ | ৫৮ | ১০৪ |
১০ম | ৪৮ | ৫৮ | ১০৬ |
১১শ | ২৫ | ৪৫ | ৭০ |
১২শ | ২২ | ৪১ | ৬৩ |
গভর্নিং বডির সদস্যবৃন্দের নাম
ক্রমিক নং | নাম ও পদবী | পদবী |
১ | জনাব এম সুলায়মান | সভাপতি |
২ | আব্দুল বাছিত ( হীরা ) | শিক্ষানুরাগী সদস্য |
৩ | জনাব মোহাম্মদ আলী শামীম | সাধারণ শিক্ষক সদস্য (কলেজ) |
৪ | জনাব জইন উদ্দিন আহমদ | সাধারণ শিক্ষক সদস্য (স্কুল) |
৫ | জনাব উম্মূল খয়ের ফাতেমা | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
৬ | জনাব মো: আবুল কালাম | সাধারণ অভিভাবক সদস্য |
৭ | জনাব মো: আপ্তাব উদ্দিন | সাধারণ অভিভাবক সদস্য |
৮ | জনাব মো: বাবুল মিয়া | সাধারণ অভিভাবক সদস্য |
৯ | জনাব মো: পংকি মিয়া | সাধারণ অভিভাবক সদস্য |
১০ | জনাব মোছা: সিরাজুন নেছা | সংরক্ষিতমহিলা অভিভাবক সদস্য |
১১ | জনাব মো: হাবিবুর রহমান চিনু | দাতা সদস্য |
১২ | অধ্যক্ষ, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ | সদস্য সচিব |
নির্বাচনের তারিখ : ২৫/০৩/১২ইং
মেয়াদ উত্তীর্ণের তারিখ : ১৭/০৫/১৪ইং
১ম সভা : ১৭/০৫/১২ইং
পরীক্ষার নাম | সাল | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | অকৃতকার্য | % পাশ |
জে,এস,সি | ২০১০ | ১০০ | ৯৬ | ৪ | ৯৬% |
| ২০১১ | ৮১ | ৮০ | ১ | ৯৮.৭৭% |
|
|
|
|
|
|
এস,এস,সি | ২০০৮ | ৩৯ | ৩২ | ৭ | ৮২.০৫% |
| ২০০৯ | ৪৭ | ৪৩ | ৪ | ৯১.৪৯% |
| ২০১০ | ৫২ | ৪৮ | ৪ | ৮৮.৪৫% |
| ২০১১ | ৬১ | ৪৮ | ১৩ | ৭৮.৬৯% |
| ২০১২ | ৫৮ | ৫৬ | ২ | ৯৬.৫৫% |
|
|
|
|
|
|
এইচ,এস,সি | ২০০৭ | ১০ | ১০ | ০ | ১০০% |
| ২০০৮ | ২০ | ১৮ | ২ | ৮৫% |
| ২০০৯ | ৪২ | ৩৫ | ৭ | ৮৫.৩৭% |
| ২০১০ | ৩১ | ২৪ | ৭ | ৭৭.৪২% |
| ২০১১ | ৫১ | ৪৭ | ৪ | ৯২.১৫% |
|
|
|
|
|
|
স্কাউট কার্যক্রম, কিশোরকিশোরী ক্লাব, বিশ্বসাহিত্য কেন্দ্রের অধীনে বই পড়া কার্যক্রম
উপজেলা পর্যায়ে খেলাধুলায় পুরস্কার লাভ, উপজেলার মধ্যে ১৯৯৮ এবং ২০০৩ সনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ, প্রতিষ্ঠানে কম্পিউটার কোর্স চালু আছে এবং ইন্টারনেট সংযোগ আছে।
শতভাগ উপস্থিতি ও ফলাফল নিশ্চিত করা।
কুলাউড়া উপজেলা হইতে ১০ কি.মি. উত্তর-পশ্চিম দিকে। নৌকা ও সড়কপথে যাতায়াতের ব্যবস্থা
মেধাবী ছাত্রবৃন্দ:
১। তাজ উদ্দিন -সহযোগী অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
২। লুৎফুর রহমান, জাকির হোসেন, ময়নুল ইসলাম-এম,বি,বি,এস ডাক্তার।
৩। আবুল কাসেম- অতিরিক্ত হাকিম, সিলেট জজকোর্ট।
৪। মো: ইকবাল হোসেন-বেটেনারী সার্জন, হবিগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস