বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২ নং ভূকশিমইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তগত কানেহাত গ্রামে অবস্থিত।এটি একটি পাকা ভবন । এতে মোট ৩ টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে।বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে ২৫৪ জন শিক্ষাথী ও ৫ জন শিক্ষক কর্মরত আছেন। বিদ্যালয়টির সম্মুখে একটি ছোট খেরার মাঠ আছে।মাঠের পশ্চিম পাশে কুলাউড়া - নবাবগঞ্জবাজার পাকা রাস্থা আছে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১১ কিলোমিটার।
১৮৯২ সালে কানেহাত গ্রামের স্বনামধন্য সমাজ সেবক মৃত বজ্র নাথ তাঁর নিজ জেিত এলাকা বাসীর সহযোগীতায় বিদ্যারটি প্রতিষ্ঠা করেন। প্রথমে বিদ্যালয়টি বজ্র নাথ পাঠশালা নামে পরিচিত ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ২৭ ৩২ ৫৯
২য় ৩৭ ২৭ ৬৪
৩য় ২৮ ২৭ ৫৫
৪র্থ ২০ ২৫ ৪৫
৫ম ১১ ২০ ৩১
মোট ১২৩ ১৩১ ২৫৪
০১ মো: মকবুল আলী কানেহাত অভিভাবক সদস্য সহসভাপতি
০২ নিপেশ দাস কাড়েরা অভিভাবক সদস্য সদস্য
০৩ কল্পনা রানী দাস বড়দল অভিভাবক সদস্য সদস্য
০৪ মাসুদা আক্তার কালেশার অভিভাবক সদস্য সদস্য
০৫ মাহবুব হাসান কাড়েরা ইউ/পি সদস্য সদস্য
০৬ নাজমা আক্তার বড়দল মেধাবী ছাত্রের অভিভাবক সদস্য সদস্য
০৭ মো: সফিক মিয়া কানেহাত মাধ্যমিক শিক্ষক প্রতি সদস্য
০৮ শরীফা খাতুন কানেহাত বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৯ জমিদাতা সদস্য নাই
১০ মোহাম্মদ জাকির হোসেন তফাদার গুপ্তগ্রাম বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ মো: আব্দুল হালিম হাসিমপুর প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ২০ ২০ ২০ ১০০%
২০১০ ২১ ২১ ২১ ১০০%
২০০৯ ২১ ২০ ১২ ৬০%
২০০৮ ২৬ ২৬ ১৪ ৫৪%
২০০৭ ২৫ ২৫ ২২ ৮৮%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ - - -
২০০৯ - - -
২০০৮ - - -
২০০৭ - - -
২০১০ ও ২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% শিক্ষার্থী ইত্তীর্ণ।২০১২ সালের আন্ত; প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় সালমা বেগম ১০০ মি.দৌড়ে জেলা পর্যায়ে ২য় স্থান লাভ এবং ২০০মি. কাঠি দৌড়ে সালমা বেগম ও তার দল জেলা পর্যায়ে ২য় স্থান লাভ
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়ন, সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের ধারা অব্যাহত রাখা এবং সকল শিশুর শিখন এবং উচ্চতর মূল্যবোধ নৈতিকতার উন্নয়ণ করার মধ্যমে একটি মডেল বিদ্যালয়ে রূপান্তর করা।
মো: আব্দুল হালিম, প্রধান শিক্ষক, কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭২৯৯৪৩৯১১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস