বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলা ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ডের খুমিয়া নামক গ্রামে অবস্থিত। এটি একটি আধাপাকা ভবন যাতে ৩ টি শেণিকক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে। ইহার পূর্ব পার্শ্ব দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৪২। বিদ্যালয়টির পশ্চিম দিক ছাড়া বাকী ৩ দিকে পাকা দেয়াল আছে।উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ৭ কি.মি.।
১৯৪৮ সালে মৃত মো:আব্দুর রশিদ মিয়া সাহেবের নেতৃত্বে এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। নিজ গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নাম করণ করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ১৩ ১৪ ২৭
২য় ০৬ ১২ ১৮
৩য় ১৩ ১৭ ৩০
৪র্থ ১২ ১৫ ২৭
৫ম ১৪ ১০ ২৪
মোট ৫৮ ৬৮ ১২৬
০১ মো: আব্দুল মোহিত চৌধুরী খুমিয়া জমিদাতা সদস্য সহসভাপতি
০২ মো: আসিদ মিয়া খুমিয়া বিদ্যোৎসাহী পুরুষ সদস্য
০৩ মো: সাহেদ মিয়া খুমিয়া অভিভাবক সদস্য সদস্য
০৪ জাহানারা বেগম খুমিয়া বিদ্যোৎসাহী মহিল সদস্য
০৫ সুলতানা ইয়াছমিন খুমিয়া মেধাবী ছাত্র অভিভাবক সদস্য সদস্য
০৬ রাহেলা বেগম হেলাপুর অভিভাবক সদস্য্য সদস্য
০৭ সুনীল চন্দ্র নাথ পলোকোনা অভিভাবক সদস্য সদস্য
০৮ মীরা রানী নাথ পলোকোনা অভিভাবক সদস্য সদস্য
০৯ শওকত আলী আখনজী হিংগাজিয়া মাধমিক বিদ্যালয় প্রতিনিধি সদস্য
১০ মিনতি রানী দেবী অধিকারী অলিপুর বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ মো: আব্দুল হান্নান লামাপাড়া প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ১৭ ১৭ ১৪ ৮২%
২০১০ ২২ ২২ ২১ ৯৫%
২০০৯ ১৬ ১৬ ১৩ ৮১%
২০০৮ ২০ ২০ ১৮ ৯১৯১%
২০০৭ ১৫ ১৫ ১৩ ৮৭%
সাল ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ ০১ - ০১
২০০৯ - - -
২০০৮ - ০১ ০১
২০০৭ - - -
শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি অব্যাহত রাখা, ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা ,শতভাগ ছাত্র উপস্থিতি এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা।
মো: আব্দুল হান্নান ,প্রধান শিক্ষক,খুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৫০৩৫৮১৭।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস