বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত। এটি একটি পাকা ও একটি আধাপাকা ভবন নিয়ে গঠিত। আধাপাকা ভবনটি জরাজীর্ণ। এতে মোট ৬টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:২৮। বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত। উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১২ কি.মি.
১৯৪৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব মো: ইয়াকুব শরীফ বিদ্যালয় প্রতিষ্ঠার স্বার্থে ১০ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য দান করেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গের সহায়তায় বিদ্যালয়টি নিজ গ্রামের নামানুসারে পতিষ্ঠা করেন। এলাকাবাসী দীর্ঘদিন বেসরকারি ভাবে বিদ্যালয়টি পরিচালনা করার পর ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। জাতীয় করণের পরও বিদ্যালয়টির অবস্থা ভাল ছিলনা । ছাত্র-ছাত্রী ছিল অত্যন্ত কম। আমি ১৫/১০/২০০০ খ্রি. তারিখে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করার পর ম্যানেজিং কমিটি ও স্থানীয় জনগণের সহায়তায় এলাকার তিন জন বিশিষ্ট সমাজ সেবক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ,মো: মনির মিয়া ও মৃত মো: সুরুজ মিয়া নিকট থেকে বিদ্যালয়ের জন্য আরো ৩০ শতক জমি গ্রহণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ের জমির পরিমান ৪০ শতক।বর্তমানে বিদ্যালয়টি ক্রমশ: উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বৃক্ষ রাজি দ্বারা বিদ্যালয়টিকে সোভিত করা হয়েছে। স্বাস্থ সম্মত পায়খানাসহ বিদ্যালয়টির পরিবেশ বর্তমানে অনেক ভাল। ফলাফল ভাল। শিক্ষাবৃত্তিও সন্তোষজনক।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ১১ ১৩ ২৪
২য় ১১ ০৬ ১৭
৩য় ১৬ ১১ ২৭
৪র্থ ১০ ১৪ ২৪
৫ম ১২ ০৬ ১৮
মোট ৬০ ৫০ ১১০
০১ মো: আব্দুল কাইয়ূম মধু গোবিন্দপুর বিদ্যোৎসাহী পুরুষ সহসভাপতি
০২ জয়তুন নেছা খানম গোবিন্দপুর বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৩ নাসিমা আক্তার গোবিন্দপুর মেধাবী ছাত্র-ছাত্রীর অভিভাবক সদস্য সদস্য
০৪ মাহমুদা বেগম মৌলভীগাঁও অভিভাবক সদস্য সদস্য
০৫ মিনতি রানী মালাকার হরিনগর অভিভাবক সদস্য সদস্য
০৬ মো: আতিক মিয়া হরিনগর অভিভাবক সদস্য সদস্য
০৭ মো: সুবোধ দেবনাথ মৌলভীগাঁও অভিভাবক সদস্য সদস্য
০৮ জাহেদুল হক মুত্তাকিন গোবিন্দপুর ইউ/পি সদস্য সদস্য
০৯ মো: আতিকুর রহমান কোনাগাঁও মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
১০ বাবুল চন্দ্র দত্ত জালালাবাদ বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ মো: আনোয়ার হোসেন গোবিন্দপুর প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ১৪ ১৩ ০৯ ৭০%
২০১০ ১৮ ১৮ ১৭ ৯৪%
২০০৯ ১৪ ১৪ ১৪ ১০০%
২০০৮ ১৭ ১৬ ১৬ ১০০%
২০০৭ ২০ ১৯ ১৯ ১০০%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ - - -
২০০৯ ০২ - ০২
২০০৮ - - -
২০০৭ - - -
বিভিন্ন সালে বৃত্তিলাভ এবং বার্ষিক ও সমাপনী পরীক্ষার ফলাফল ভাল।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি অব্যাহত রাখা, ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি আদর্শ ও শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তর করা।
মো: আনোয়ার হোসেন ,প্রধান শিক্ষক, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৬৬৮৫১৬১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস