বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৬নং কাদিপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে অবস্থিত। এতে একটি পাকা ভবন ও একটি পুরাতন আধাপাকা ভবন আছে। এতে মোট ৫ টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪৯। বিদ্যালয়টির সম্মুখে একটি ছোট খেলার মাঠ আছে । বিদ্যালয়ের পাশে একটি পাকা রাস্তা আছে।
স্থানীয় জমিদার রুক্ষিনী মোহন সোম, অনঙ্গ মোহন সোম,নবীন চন্দ্র সোম ১৯১৪ সালে এরাকাবাসীর সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। নিজ গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৩২ ৩০ ৬২
২য় ২৬ ২০ ৪৬
৩য় ১৯ ২১ ৪০
৪র্থ ২১ ১৬ ৩৭
৫ম ১৬ ১৬ ৩২
মোট ১১৪ ১০৩ ২১৭
০১ নিলুফা বেগম কাদিপুর অভিভাবক সদস্য সহসভাপতি
০২ আব্দুর রউফ কৌলারশি অভিভাবক সদস্য সদস্য
০৩ মো: আব্দুল আজিম হাশিমপুর মেধাবী ছত্রের অভিভাবক সদস্য
০৪ মো: আব্দুস সাহিদ কৌলারশি অভিভাবক সদস্য সদস্য
০৫ স্মৃতিকনা বিশ্বাস কুলাউড়া মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
০৬ রঞ্জিত চন্দ্র শীল কিয়াতলা বিদ্যোৎসাহী পুরুষ সদস্য
০৭ মো: আজিজুল ইসলাম কিয়াতলা ইউ/পি সদস্য সদস্য
০৮ ঝর্ণা বেগম কৌলারশি অভিভাবক সদস্য সদস্য
০৯ সালমা ইসলাম কাদিপুর বিদ্যোৎসাহী মহিলা সদস্য
১০ হোছনা বেগম কৌলারশি বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ মোসা: সাফিনা আখতার কাদিপুর প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ২৯ ২৯ ২৭ ৯৩%
২০১০ ২৭ ২৭ ২৫ ৯৩%
২০০৯ ২০ ২০ ১৫ ৭৫%
২০০৮ ৩২ ৩২ ৩০ ৯২%
২০০৭ ২৪ ২৪ ১৩ ৫৪%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - ০১ ০১
২০১০ - ০১ ০১
২০০৯ - - -
২০০৮ - - -
২০০৭ ০১ ০১ ০২
২০১১ সালে বার্ষিক খেলাধুলায় একজন ছাত্র জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করে।
ভর্তিকৃত সকল শিশুকে ১০০% উপস্থিতি নিশ্চিত করে সমাপনী পরীক্ষায় ১০০ % পাশের হার নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়ন করা।
মোসা: সাফিনা আখতার,প্রধান শিক্ষক, কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭৪২৭৯২৬৩৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস