দেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পরপর এলাকার যুব সম্প্রদায় মুরম্নববীয়ানদের সহযোগিতায় ১৩৬.৫০ টাকা মুলধন নিয়া বিদ্যালয়ের কার্যক্রম শুরম্ন হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে জনাব মোহাম্মদ মাশুক প্রধান শিক্ষক হিসাবে এবং মরহুম আব্দুছ ছালেক সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন এবং ছাত্র/ছাত্রীর সংখ্যা ছিল ৬ষ্ঠ শ্রেণীতে ২২ জন। পরবর্তীতে এলাবাসীর সার্বিক সহযোগিতায় বিশেষভাবে গভর্নিং বডির বর্তমান সভাপতি জনাব এম, সুলায়মান এবং তাঁহার মরহুম পিতা মো: রহাব মিয়ার ঐকামিত্মক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি আগাইয়া চলে। ভূকশিমইল নিবাসী মরহুম ইয়াকুব আলী সাহেবের উৎসাহে তাঁহার পুত্র জনাব ইলিয়াছ আলী প্রতিষ্ঠাকালীন সময়ে জায়গা দান করেন। মরহুম হাজী ফরমুজ আলীর। আর্থিক সহায়তায় বর্তমান বিদ্যালয় ভবনের জায়গা ১৯৭৩ইং খরিদ করা হয়। ০১/০১/১৯৭৩ ইং হইতে জুনিয়র বিদ্যালয় হিসাবে, ২৯/০৫/৭৫ইং হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে পরিচালিত হয় এবং ০১/০৭/২০০৪ইং হইতে কলেজ শাখায় ছাত্র/ছাত্রীর ভর্তির অনুমতি পাওয়া যায়। তৎকালীন সময়ে অত্র এলাকায় কোন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। বিধায় এই প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
কুলাউড়া, মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস