বিদ্যালয়টিতে ১টি দ্বিতল ভবন, ১টি ৩ কক্ষ বিশিষ্ট ১ তলা ভবন আছে। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক,ব্যবসায় শিক্ষা ও কম্পিউটার বিষয় চালু আছে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৬ষ্ঠ শ্রেণীতে ১৩৭ জন,৭ম শ্রেণীতে ১০৫ জন,৮ম শ্রেণীতে ১০৬ জন, ৯ম শ্রেণীতে ৮৭ জনএবং ১০ শ্রেণীতে ৭৭ জন সহ মোট ৫১২ জন অধ্যয়ন করছে। তন্মধ্যে মেয়ে শিক্ষার্থী ৩১৩ জন।
মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের হোসেনপুর গ্রামে অবস্থিত। অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জনাব আ ফ ম মোছাদ্দিক আহমদ নোমান সাহেবের উদ্যোগে হোসেনপুর গ্রামের বিশিষ্ট শিল্পপতি জনাব আজম জাহাঙ্গীর চৌধুরী তাঁর পিতার নামে বিদ্যালয়টি ১৯৮৯ খ্রিঃ প্রতিষ্ঠা করেন। ৭/৮/১৯৮৯ খ্রিঃ তারিখে চট্ট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব আলী হায়দার খাঁন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা কালীণ সময়ে সভাপতি ছিলেন মরহুম জনাব আ ফ ম মোছাদ্দিক আহমদ নোমান। ০১/০১/১৯৯০ খ্রিঃ হতে ৬জন শিক্ষক/ শিক্ষিকা, ১ জন অফিস সহকারী, ৩ জন চতুর্থশ্রেণীর কর্মচারী এবং প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাতা জনাব আজম জাহাঙ্গীর চৌধুরীর সম্পূর্ণ অর্থায়নে ১টি বিল্ডিং (দুতালা) বিশিষ্ট, শিক্ষক কর্মচারীদের ৪ বৎসর ৬ মাস বেতন ভাতা ইত্যাদির ব্যয় বহন করেন। অত্র বিদ্যালয়ে যারা জমি দান করেছেন তারা হচ্ছেন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ, ক ও খ শাখা | ৪৫ | ৯২ | ১৩৭ |
৭ম | ৩৮ | ৬৭ | ১০৫ |
৮ম | ৫৩ | ৫৩ | ১০৬ |
৯ম | ৩৩ | ৫৪ | ৮৭ |
১০ম | ৩০ | ৪৭ | ৭৭ |
মোট- | ১৯৯ | ৩১৩ | ৫১২ |
জনাব একেএম সফি আহমদ সলমান সভাপতি
জনাব আজম জাহাঙ্গীর চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য
জনাবা মোছাঃ বক্তুননেছা দাতা সদস্য
জনাব আব্দুল মুইদ শিক্ষক প্রতিনিধি
জনাব মোঃ রফিকুর রহমান শিক্ষক প্রতিনিধি
জনাবা স্মৃতিকনা বিশ্বাস সংরক্ষন মহিলা শিক্ষক সদস্য
জনাব আবু তাহের সাধারণ অভিভাবক সদস্য
জনাব মৃনাল কান্তি দাস ঐ
জনাব মোহাম্মদ নিয়ামুল ইসলাম ঐ
জনাব মোঃ ইব্রাহীম লিলেছ ঐ
জনাবা সৈয়দা ফাতেমা জহুরা সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
জনাব ইকবাল আহমদ শামীম শিক্ষা দরদী সদস্য
জনাব মোঃ ফয়জুর রহমান প্রঃ শিঃ/সদস্য সচিব
মেয়াদকাল-১৬.১২.২০১১-১৭.১২.২০১৩
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল (জেএসসি, এসএসসি এবং এইচএসসি)
এসএসসি পরীক্ষার ফলাফল
২০০৮ ৪৪ জন ২৬ জন ৫৯.০৯% A+ একটি
২০০৯ইং ৩৯ জন ৩৭ জন ৯৪.০৭%
২০১০ইং ৪৯ জন ৩৫ জন ৭১.৪৩%
২০১১ইং ৬৬ জন ৪৪ জন ৬৬.৬৭%A+ দুইটি
২০১২ইং ৭০জন ৬৪ জন ৯১.৪৩% A+ দুইটি
জেএসসি
২০১০ইং ৬৩ ৪১ ৬৫.০৭% A+ দুইটি
২০১১ইং ১০৬ ৮৯ ৮৬.৪০% A+ একটি
২০১০ ইংরেজীতে গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলায় ফুটবলে চ্যাম্পিয়ান। এবং ৪০ তম বাংলাদেশ জাতীয় শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে রানার্স আপ। স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ২০১০ সনে। ২০১২ ইংরেজীতে ওয়েব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্কুল বিতর্কে চ্যাম্পিয়ন।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত করা।
কুলাউড়া উপজেলা সদর হইতে নবাবগন্জ রোডে রিক্সা ও সিএনজি যোগে পশ্চিমে ৩ কিলোমিটার দুরে বিদ্যালয়টি অবস্থিত।
অত্র বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীরা দেশ বিদেশে বিভিন্ন স্থানে সরকারী বেসরকারী পর্যায়ে চাকুরীত আছেন। তন্মধ্যে
ক্রমিকনং | ছাত্রছাত্রীর নাম | প্রাপ্ত ফলাফল | পাসের সন | মমত্মব্য |
১ | আহসান উজ জামান | ১ম বিভাগ | ১৯৯৪ | ডাক্তার |
২ | সৈয়দ ফাতেমা রহমান | ১ম বিভাগ | ২০০২ | ডাক্তার |
৩ | আবু বক্কর সিদ্দিক | ১ম বিভাগ | ২০০৫ | ডাক্তার |
৪ | সৈয়দ সাদিকুর রহমান | ১ম বিভাগ | ২০০৭ | ডাক্তার |
৫ | মাজেদা সুলতানা | ১ম বিভাগ | ১৯৯৮ | ব্যবস্থাপক, সাউথইষ্ট ব্যাংক |
৬ | বদরুল ইসলাম | ১ম বিভাগ | ২০০৩ | প্রভাষক, ইয়াকুব তাজুল মহিলা কলেজ |
৭ | গোবিন্দ বর্ধন | ১ম বিভাগ | ১৯৯৭ | বৃটিশ হাইকমিশনে কর্মরত। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস