বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের দতরমুড়ি গ্রামে অবস্থিত। এটি একটি পাকা ভবন। এতে ৩ টি শ্রেণি কক্ষ ও ১টি অফিস কক্ষ আছে । বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১ঃ৭৮। বিদ্যালয়ের সামনে ১টি ছোট খেলার মাঠ আছে। তার পাশে পাকা রাস্তা আছে।
১৯৮৬ সালে দতরমুড়ি গ্রামের স্বনামধন্য সমাজ সেবক মৃত আমীর আলী তার নিজ ৩৩ শতাংশ জমিতে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আমীর আলী ও তার সহর্ধমিনী ছলফু বেগমের নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়। ১৯৯৪সালে বিদ্যালটি রেজিট্রেশন হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৪৬ ৩৯ ৮৫
২য় ৩৩ ২৯ ৬২
৩য় ২৫ ৩৬ ৬১
৪র্থ ৩১ ৩০ ৬১
৫ম ২৩ ২১ ৪৪
মোট ১৫৮ ১৫৫ ৩১৩
১ আ.স.ম কামরুল ইসলাম আলালপুর বিদ্যোৎসাহী পুরুষ সভাপতি
২ শামীম আহমদ চৌধুরী কাছিম নগর ওয়ার্ড কাউন্সিলর সহ-সভাপতি
৩ মোঃ মউর আলী দতরমুড়ি মেধাবী ছাত্র অভিভাবক সদস্য
৪ মোঃ আব্দুল মছব্বির আলালপুর ছাত্র অভিভাবক সদস্য
৫ মোঃ আয়ূব আলী জয়পাশা ছাত্র অভিভাবক সদস্য
৬ লয়লা বেগম উওর লস্করপুর ছাত্র অভিভাবক সদস্য
৭ রেজিয়া বেগম দতর মুড়ি ছাত্র অভিভাবক সদস্য
৮ ওয়াহিদ হোসেন উওর লস্করপুর বিদ্যোৎসাহী মহিলা সদস্য
৯ মোঃ মোশাররফ হোসেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সদস্য
১০ আব্দুর রহমান দতর মুড়ি জমিদাতার উওরাধিকারী সদস্য
১১ মোঃ আয়াজ উদ্দিন দতর মুড়ি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য
১২ আবু সাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকী জয়পাশা প্রধান শিক্ষক সদস্য সচীব
পাশের সন ডি আর ভুক্তি অংশ গ্রহণ পাশ পাশের হার
২০১১ ২৯ ২৩ ২৩ ১০০%
২০১০ ২৪ ২৪ ২৪ ১০০%
২০০৯ ১৮ ১৮ ১৮ ১০০%
সন ট্যালেন্টপুল সাধারণ
২০১০ ....... ৪
২০১০ ....... ১
২০০৯ ....... ৪
২০১০ সালে প্রধান শিক্ষকের জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে জাতীয় প্রর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক লাভ। ২০০৫ সালে ৪র্থ শ্রেণীর ছাত্র শিশু পুরুষ্কার প্রতিযোগিতায় জাতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে স্বর্ণ পদক লাভ।
ভবিষ্যতে ভর্তিকৃত সকল শিশুকে ১০০% উপস্থিতি নিশ্চিত করে শিশু শিখন ও মূল্যবোধ অর্জনে বিদ্যালয়টিকে একটি মডেল স্কুলে রুপান্তরিত করন।
আবু সাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকী ,
প্রধান শিক্ষক
আমীর ছলফু রেজিঃ প্রাথমিক বিদ্যালয়।
দতর মুড়ি, ৭নং ওয়ার্ড,কুলাউড়া পৌরসভা, মৌলভীবাজার।
মোবা- ০১৭৪৫-৯৬০০৯৯।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস