বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে অবস্থিত।এটি দুইটি পাকা ভবন নিয়ে গঠিত। এতে মোট ৪টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ। বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৫০। বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশে পাকা রাস্তা আছে। বিদ্যালয়টিতে কোন খেলার মাঠ নেই। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার
১৮১৬ সালে এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৬৬ সালে বিদ্যালয়টি পূন:নির্মিত হয় এবং ১৯৯৬ সালে গৌড়করণ গ্রাম নিবাসী হাজী মো: ইরপান আলীর দানকৃত রাস্তা সংলগ্ন বর্তমান জায়গার উপর ভবন নির্মান করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৪৩ ২৫ ৬৮
২য় ৩৩ ২৩ ৫৬
৩য় ২৫ ৩০ ৫৫
৪র্থ ১৭ ২৮ ৪৫
৫ম ১৬ ২৯ ৪৫
মোট ১৩৪ ১৩৫ ২৬৯
০১ মাহতাব আলী মহেষগৌরী ইউ/পি সদস্য সহসভাপতি
০২ মিনা বেগম গৌড়করণ বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৩ মো: হাফিজুর রহমান বসর কুরবানপুর মাধ্যমিক শিক্ষক প্রতি সদস্য
০৪ মাসুদা আক্তার মহেষগৌরী মেধাবী ছাত্রের অভিভাবক সদস্য সদস্য
০৫ মো: রকিব খান মহেষগৌরী অভিভাবক সদস্য সদস্য
০৬ মো: বাতির আলী গৌড়করণ অভিভাবক সদস্য সদস্য
০৭ সেলিনা বেগম গৌড়করণ অভিভাবক সদস্য সদস্য
০৮ আছিয়া খানম মহেষগৌরী অভিভাবক সদস্য সদস্য
০৯ জমিদাতা সদস্য মৃত্যুবরণ করিয়াছেন
১০ মোছা: সাফিয়া আক্তার রঙ্গীরকুল বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ মো: জাহাঙ্গীর আলম চৌধুরী মাগুরা,কুলাউড়া প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ৩৯ ৩৯ ৩৯ ১০০%
২০১০ ৫৩ ৪৯ ৩৮ ৭৭%
২০০৯ ২৭ ১৩ ০৮ ৬২%
২০০৮
২০০৭
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ ০১ - ০১
২০১০ - ০১ ০১
২০০৯ ০১ - ০১
২০০৮ - - -
২০০৭ - - -
২০১২ সালের বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ান ও উপজেলা পর্যায়ে রানার্সআপ হয়।বিগত ৩ বছরে ২টি টেলেন্টপুল ও ১টি সাধারণ বৃত্তি লাভ।ভর্তির হার ১০০% এবং ঝরে পড়ার হার ১%। ২০১১ সালের সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%।
ভর্তিকৃত শিশুর ১০০% উপস্থিতি নিশ্চিত করা,সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি এবং সকল শিশুর শিখন এবং উচ্চতর মূল্যবোধ নৈতিকতার উন্নয়ণ করার মাধ্যমে একটি মডেল বিদ্যালয়ে রূপান্তর করা।
মো:জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান শিক্ষক, গৌড়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১২৯৩৯১৩৪,০১৫৫২৪১৭৯৩৯।
গৌড়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয় , কুলাউড়া, মৌলভীবাজার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস