১৯৯৫খ্রি. ৬ আগষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য ডঃ এম এ বারীর উদ্বোধনের মাধ্যমে কলেজ কার্যক্রম আরম্ভ হয়। ১.৭.১৯৯৫খ্রি. হতে কলেজে ছাত্র ভর্তির অনুমতি লাভ করে এবং ২৪শে আগষ্ট ১৯৯৫খ্রি.সনে সিলেট বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানঃ সাহেবের আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে কলেজটি যাত্রা শুর করে। পরবর্তী বছর ১.৭.১৯৯৬খ্রি. হইতে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। মানবিক ও বানিজ্য বিভাগ নিয়ে পূর্নাঙ্গ ভাবে চলতে থাকে।বর্তমানে কলেজে শিক্ষক/কর্মচারীর সংখ্যা ২২ জন। কলেজে দ্বিতল ভবন সহ ৩টি টিনশেড ভবন আছে। একটি পুর্নাঙ্গ লাইব্রেরী আছে।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দাউদপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আলহাজ এ.এন.এম ইউছূফ এডভোকেট এ কলেজটি প্রতিষ্ঠা করেন।অসাধারন স্মৃতি শক্তির অধিকারী এক রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এম পি কুলাউড়া র শিক্ষা বিস্তার ও উন্নয়নের স্হপতি,চারটি কলেজ,এক উচ্চ বিদ্যালয় ও অসংখ্য প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজেল প্রতিষ্ঠাতা সদস্য,ঢাকা মেট্রপলিটন বারের প্রতিষ্ঠাতা সভাপতি,বার কাউন্সিলের সদস্য,বাংলাদেশ সুপ্রীম কোটের আইনজীবি আলহাজ্ব এ.এন.এম ইউছূফ। ঢাকা থেকে রাজনৈতিক ওও সামাজিক কারণে প্রতি সপ্তাহে দুই দিন গ্রামের বাড়ী কুলাউড়া দাউদপুর গ্রামে আসতেন। একদিকে হাওড় অন্যদিকে পাহাড় ঘেরা চা বাগানের মধ্যদিয়া ব্রাহ্মণবাজার সিলেট বোর্ডের পার্শ্বে নবীনগন মৌজার হত দরিদ্র জনগনের ছেলে মেয়ের কুলাউড়া গিয়ে শিক্ষার সুযোগ করে দিতে ব্যক্তিগত অর্থ ও ভূমি দানের মাধ্যমে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে তার পিতা স্মৃতি অম্লান করে রাখার জন্য ১৯৯৫ সনে ইউছূফ-গনি আদর্শ কলেজ প্রতিষ্ঠা করেন।১৯৯৫ সালে বিশ লক্ষ টাকা ব্যয়ে ও তিন একর ভূমি দানের মাধ্যমে এলাকার জনগনের সার্বিক সহযোগিতায় ইউছুফ-গনি আদর্শ কলেজটি প্রতিষ্ঠিত হয়।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
একাদশ |
|
|
|
দ্বাদশ |
|
|
|
মোট |
|
|
|
৯ম |
|
|
|
১০ম |
|
|
|
মোট |
|
|
|
ক্রমিকনং | সদস্যদের নাম | পদবী |
১ | জনাবগোলাম সরওয়ার খান | সভাপতি |
২ | জনাব মোঃ আতাউর রহমান | অভিভাবক সদস্য |
৩ | জনাব জয়নাল আবেদীন খান | ঐ |
৪ | জনাব মোঃ ফারুক মিয়া | ঐ |
৫ | জনাব মোঃ রফিক মিয়া | ঐ |
৬ | জনাব ফাতেমা আক্তার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
৭ | জনাব মোঃ শাহ আলম | শিক্ষক সদস্য |
৮ | জনাব মোঃ মমদুদ হোসেন | ঐ |
৯ | জনাব সাবিনা ইয়াছমিন | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
১০ | জনাব জগদীন্দু ধর | সদস্য-সচিব |
পরীক্ষার নাম | সন | পাসের হার |
এইচএসসি | ২০০৭ | ৪৪.২৩% |
২০০৮ | ৬৩.৪% | |
২০০৯ | ৬১.৬৭% | |
২০১০ | ৫৬.৭৫% | |
২০১১ | ৬৮.৭৫% | |
২০১২ | ৭৮.১৮% | |
২০১৩ | ৭২.৭৩% | |
|
| |
|
|
সিলেট বোর্ডে বৃত্তি প্রাপ্ত তামান্রা বেগম সন-২০১১
ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা,ফলাফল ১০০% এ উন্নীত করা,কলেজটিকে ডিগ্রি পর্যায়ে উন্রতি করা,বি.বি.এ কোর্স খোলা সহ আধুনিকরনে মহাপরিকল্পনা রয়েছে।
মোবাইলনং ০১৭১১২৮৯০৪১
অধ্যক্ষ
ইউছূফ-গনি আদর্শ কলেজ
কাজলধারা,কুলাউড়া,মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস