মাদরাসাটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ২ নং ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে হাকালুকি হাওরের দক্ষিন প্রান্তে অবস্থিত।অত্র মাদরাসাটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত৮ হইয়া দীর্ঘদিন দ্বীন ইসলাম প্রতিষ্ঠার খেদমতে লেখাপড়া করানো হয়। মাদরাসটিড় ১ একর ভূমির উপর প্রতিষ্ঠিত। এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮৯ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ইবতেদায়ী ৫ম শ্রেনী পর্যন্ত স্বীকৃতি পায়। ১৯৯৬ সালে দাখিল ৯ম শ্রেনী খোলার একাডেমেক অনুমতি লাভ করে।১৯৯৭ সালে দাখিল মাদরাসা হিসাবে স্বীকৃতি পায়।২০০০ সালে মাদরাসাটি এমপিওভূক্ত হয়। মাদরাসাটি একটি মনোরম ও সুন্দর পরিসরে দুইটি দ্বিতলা ভবন এবং একটি ১তলা ভবন নিয়ে শিক্ষা কার্যক্রম চালাইতেছে।
প্রায় ৮৩ বছর পূর্বে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ২নং ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামের হাক্কানী আলেমদের উত্তরসূরী বুজুর্গ মোবারক স্বপ্নে উদ্ধদ্ধু হইয়া আল্লাহর উপর ভরসা আনিয়া বাড়ীতে বসিয়া দ্বীনি শিক্ষা দান শুরু করিয়া দেন।এলাকার ধর্মপ্রান মুসলমানগন তাকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন। আল্লাহর মর্জিতে গৌড়রকণ নুরুল ইসলাম এম.ই মাদরাসা ও মক্তব প্রসাতিষ্ঠিত হইয়া যায়। ১৯২৯ সালে মাদরাসাটি শিক্ষা বিভাগের তালিকাভূক্ত হয় এবং মুন্জুরী লাভ করিয়া ১৯৪৮ সাল পর্যন্ত বলবৎ থাকে।দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৩৯-৪৪খ্রি. মাদরাসার এক মধ্যে উড়োজাহাজ অবতরণ কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে মাদরাসাটির চরম ক্ষতিগ্রস্থ হয়। পাকিস্থান হওয়ার পর এম.ই কোর্সের স্থলে দাখিল নেছাব চালু হইলে মাদরাসাটি দাখিল কোর্সে উত্তরণ না করিয়া বেসরকারিভাবে মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম জনাব মাওলানা মোঃ আবজান আলী সাহেবের তত্তাবদানে চলিতে থাকে। অত্র এলাকায় বন্যা প্লাবিত হইলেও মাদরাসার হিতাকাংখি জন সাধারনের মনোবল অটুট ছিল। তাহারা মাদরাসার দাখিল কোর্স চালু করে।এমতাবস্থায় ১৯৮৯ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে ইবতেদায়ী ৫ম শ্রেনী পর্যন্ত স্বীকৃতি পায়।১৯৯৬ সালে ৯ম শ্রেনি খোলার একাডেমিক অনুমতি ও ১৯৯৭ সালে দাখিল মাদরাসা হিসাবে স্বীকৃতি লাভ করে এবং ২০০০ সালে মাদরাসাটি এমপিওভূক্ত হয়।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
৬ম |
|
|
|
৭ম |
|
|
|
৮ম |
|
|
|
৯ম |
|
|
|
১০ম |
|
|
|
মোট |
|
|
|
ক্রমিকনং | সদস্যদের নাম | পদবী |
১ | শওকতুল ইসলাম | সভাপতি |
২ | মোঃ আব্দুল হারিছ | অভিভাবক সদস্য |
৩ | মোঃ মোমিন আলী | ঐ |
৪ | মোঃহিরা মিয়া | ঐ |
৫ | মোঃ পাকি মিয়া | ঐ |
৬ | কবিরুন নেছা | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
৭ | মোঃ নুরুল হক | শিক্ষক সদস্য |
৮ | মনসুর আহমদ | ঐ |
৯ | কামরুন নাহার | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
১০ | মোঃ সামছুল হক | সদস্য-সচিব |
জেডিসি:
পরীক্ষার নাম | সন | পাসের হার |
জেডিসি | ২০১০ | ৫০% |
২০১১ | ৬৪.৯২% |
পরীক্ষার নাম | সন | পাসের হার |
দাখিল | ২০০৮ | ১০০% |
২০০৯ | ৭৭.২৮% | |
২০১০ | ৮৮% | |
২০১১ | ৮৯.২৯% | |
২০১২ | ৮৭.৫০% |
কুলাউড় উপজেলার রেল স্টেশন থেকে ৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে মাদরাসাটি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস