বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডেও নাছনী নামক গ্রামে অবস্থিত। এটি একটি পাকা ও একটি আধাপাকা ভবন নিয়ে গঠিত। আধাপাকা ভবনটি জরাজীর্ণ। এতে মোট ৬টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৫৯। বিদ্যালয়টি এক শিফটে পরিচালিত। উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১০ কি.মি.
১৯৪২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।বিশিষ্ট সমাজ সেবক ভূবন বিশ্বাস ২৩ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য দান করেন বলে জানা যায়। তবে জমির কোন রেজিষ্ট্রিকৃত দলিল পাওয়া জায় নাই। ১৯৭২ সালে সরকারি অনুদান ১০,০০০/= টাকা এবং এলাকাবাসীর সহায়তায় একটি আধাপাকা গৃহ নির্মান করা হয় যা আজ অবধি শেণি পাঠদান কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৩৯ ২৮ ৬৭
২য় ৩২ ২৪ ৫৬
৩য় ২৯ ৪১ ৭০
৪র্থ ২৬ ৩০ ৫৬
৫ম ২০ ২৫ ৪৫
মোট ১৪৬ ১৪৮ ২৯৪
০১ মো: মাসুক মিয়া সাতরা অভিভাবক সদস্য সহসভাপতি
০২ মো: মমদুদ হোসেন রাজাপুর বিদ্যোৎসাহী পুরুষ সদস্য
০৩ ফাতেহা খানম মৌলভীগাঁও বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৪ লাভলী বেগম রাজাপুর মেধাবী ছাত্র-ছাত্রীর অভিভাবক সদস্য সদস্য
০৫ রিনা বেগম নাছনী অভিভাবক সদস্য সদস্য
০৬ সুফিয়া বেগম সাতরা অভিভাবক সদস্য সদস্য
০৭ মো: আবুল লেইছ মির্জাপুর মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
০৮ মো: অলক মিয়া রাজাপুর ইউ/পি সদস্য সদস্য
০৯ জমিদাতা সদস্য নাই
১০ জায়েদা বেগম গোবিন্দপুর বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ রোকেয়া ইয়াছমিন দক্ষিণপাড়া প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ৪৯ ৪৭ ৩৩ ৭০%
২০১০ ৬৪ ৬৩ ৪৭ ৭৫%
২০০৯ ৪২ ৩৪ ২৭ ৭৯%
২০০৮ ৩৪ ৩৪ ২৬ ৭৬%
২০০৭ ৩৬ ৩৬ ৩০ ৮৩%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ ০৩ ০১ ০৪
২০০৯ - ০১ ০১
২০০৮ - - -
২০০৭ ০১ ০৩ ০৪
বিভিন্ন সালে বৃত্তিলাভ এবং এলাবাসীর উদ্যোগে সীমানা প্রাচীর নির্মান।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি অব্যাহত রাখা, ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি আদর্শ ও শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তর করা।
রোকেয়া ইয়াছমিন ,প্রধান শিক্ষক, গুড়াভূঁই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১২৩২৮২৯০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস