মৌলভীবাজার জেলার বৃহত্তম একটি উপজেলা হচ্ছে কুলাউড়া। কুলাউড়া উপজেলার সদর থেকে ১০ কি:মি: দক্ষিণে
অবস্থিত উপজেলার সর্ববৃহৎ বাজার রবিরবাজার। পূর্ব সিলেটের বিখ্যাত জমিদার নওয়াব আলী আমজদের বংশের
এক খ্যাতিমান ব্যক্তি রবি খা-এর নামে প্রতিষ্ঠিত হয়েছে রবিরবাজার। রবিরবাজার ত্রিমুহনী থেকে একটু পূর্ব দিকে
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সোজা দক্ষিণ দিকে এক নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত দারুচ্ছুন্নাহ
ইসলামিয়া আলিম মাদ্রাসা রবিরবাজার।
মাদ্রাসাটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়ে কয়েক বছর ক্বারীয়ানা মাদ্রাসা হিসাবে চলতে থাকে। মধ্যখানে
মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। ১৯৬৪ সালে এ অঞ্চলের কয়েকজন ইসলাম দরদী ব্যক্তি যথাক্রমে ১। হাজী সদর উদ্দিন
২। মোঃ রশিদ মিয়া ৩। মোঃ লতিফ মিয়া ৪। শয্যাদ মেইকার প্রমুখ হাফিজ আনছার উদ্দিন (নুমান) পুরসাই এর
মাধ্যমে পূন:রায় হাফিজিয়া মাদ্রাসা চালু করেন। হাফিজ আনছার উদ্দিন উত্তোরোত্তর মাদ্রাসাটিকে উন্নতির দিকে
নিয়ে যান। ১৯৭৭ সালে হাফিজ আনছার উদ্দিন সাহেব সৌদি আরব চলে গেলে মাদ্রাসাটির হাল ধরেন তাঁরই ছাত্র
হাফিজ আব্দুন নুর (মনসুরপুর) তিনি তাঁর দক্ষতা ও পরিশ্রম দিয়ে মাদ্রাসাটিকে উন্নতির দিকে নিয়ে যান এবং
মাদ্রাসার জন্য একটি বড় তহবিল ও গঠন করেন। অত্র এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ যথাক্রমে নবাব আলী
সরওয়ার খান (চন্নু নবাব), নবাব আলী আববাছ খান এমপি সাহেব, সৈঃ আঃ মতিন , আহমদুর রহমান চৌঃ,
মজির উদ্দিন জ্ঞান-বিজ্ঞানের চরম উন্নতির যুগে এলাকায় যুগোপযোগী একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা খুবই জরুরী
বলে উপলব্ধি করেন। উল্লেখিত ব্যক্তি গণ হাফিজ আব্দুন নুর সাহেবকে সাথে নিয়ে ১৯৯০ সাল হতে শুরু করেন
অত্র দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৯১ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ৯ম শ্রেণী খোলার একাডেমিক
অনুমতি লাভ করে এবং ০১/০১/১৯৯৪সাল হতে দাখিল (সাধারণ) স্বীকৃতি লাভ করে। ভাটগাঁও নিবাসী জনাব
মোঃ আব্দুল কাইয়ুম (অব: জেলা শিক্ষা অফিসার) এর ঐকান্তিক প্রচেষ্টায় ০১/০১/৯৫ হতে মাদ্রাসাটি এমপিও ভুক্ত
হয়। তাছাড়া ২০০৫ সালে মাদ্রাসাটি আলিম শ্রেণী খোলার অনুমতি লাভ করে এবং ২০১২ সালে আলিম (সাধারণ
বিভাগ) একাডেমিক স্বীকৃতি লাভ করে।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | মন্তব্য |
১ম | ০৭ | ০৫ | ১২ |
|
২য় | ২২ | ০৮ | ৩০ |
|
৩য় | ২৬ | ১৪ | ৪০ |
|
৪র্থ | ৪৭ | ২৭ | ৭৪ |
|
৫ম | ৩৯ | ৪৬ | ৮৫ |
|
৬ষ্ঠ | ৭৪ | ৪৮ | ১২২ |
|
৭ম | ৪৬ | ৩৭ | ৮৩ |
|
৮ম | ৬৭ | ৫৪ | ১২১ |
|
৯ম | ২৭ | ৩১ | ৫৮ |
|
১০ম | ১৯ | ১৮ | ৩৭ |
|
আলিম (১ম) | ২৪ | ৫৬ | ৮০ |
|
আলিম (২য়) | ২৫ | ২৯ | ৫৪ |
|
মোট | ৪২৩ | ৩৭৩ | ৭৯৬ |
|
নিয়মিত গভনিং বডিঃ
মেয়াদঃ ০৪/০৩/২০১২ হতে ০৩/০৩/২০১৪ পর্যন্ত
ক্র: নং | নাম | পদবী |
০১ | জনাব নবাব আলী নকী খান | সভাপতি |
০২ | জনাব অধ্যক্ষ অত্র মাদ্রাসা | সদস্য সচিব |
০৩ | হাফিজ আনছার উদ্দিন | সদস্য |
০৪ | আলহাজ্ব হাফিজ আব্দুর নুর | সদস্য |
০৫ | মোঃ আরজু খাঁন | সদস্য |
০৬ | মছনু মিয়া | সদস্য |
০৭ | আব্দুল মুহিত চৌধুরী | সদস্য |
০৮ | ছিদ্দেক আলী | সদস্য |
০৯ | মোঃ আব্দুল খালিক তালুকদার | সদস্য |
১০ | বিমল চন্দ্র দেব | সদস্য |
জে.ডি.সি
সন | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ণ | হার | মন্তব্য |
২০০৮ |
|
|
|
|
২০০৯ |
|
|
|
|
২০১০ | ৬১ | ২৫ | ৪০% |
|
২০১১ | ৯১ | ৫৯ | ৬৪% |
|
২০১২ |
|
|
|
|
দাখিল
সন | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ণ | হার | মন্তব্য |
২০০৮ | ২৪ | ১৮ | ৭৫% |
|
২০০৯ | ৩৯ | ২৯ | ৭৪% |
|
২০১০ | ৩৪ | ২৬ | ৭৬% |
|
২০১১ | ৪৬ | ৩৩ | ৭১% |
|
২০১২ | ৪৯ | ৪৫ | ৯১.৮৪% |
|
আলিম
সন | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ণ | হার | মন্তব্য |
২০০৮ | ২১ | ২১ | ১০০% |
|
২০০৯ | ১৫ | ১০ | ৬৬% |
|
২০১০ | ২৬ | ১৯ | ৭৩% |
|
২০১১ | ৪৯ | ৪৮ | ৯৭% |
|
২০১২ | ৩১ | ৩১ | ১০০% |
|
১৯৯৪ ও ১৯৯৫ সালে শতভাগ ফলাফল সহ ১টি প্রথম বিভাগ রয়েছে ১৯৯৯ সালে ৩টি ১ম বিভাগ ও ২০০০ সালে ১টি প্রথম বিভাগ রয়েছে। ২০১০ সালে ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তি লাভ সহ ২০১২ সালে আলীম পাবলিক পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন।
উক্ত মাদ্রাসা একটি মডেল মাদ্রাসা হিসাবে গড়তে চাই, মাদ্রাসাটি ভবিষ্যতে একটি কামিল (মাষ্টার্স) মাদ্রাসায় উন্নতি করে এলাকায় শিক্ষার্থীদের কে যোগ্য ওরাছাতুল আম্বিয়া হিসাবে গড়ে তোলার স্বদিচ্ছা রয়েছে। তাছাড়া মাদ্রাসায় বিজ্ঞান, কারিগরি এবং কম্পিউটার বিভাগ খোলার প্রচেষ্টা চলছে।
কুলাউড়া হতে বাস যোগে রবিরবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস