বিদ্যালয়টি ৯নং টিলাগাঁও ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয়। ইহা টিলাগাঁও রেলওয়ে ষ্টেশনের দক্ষিণপার্শে মনু নদীর তীরে অবস্থিত। গ্রামের মনরম পরিবেশে বিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থীদের জন্য ১টি পাকা বিল্ডিং, ১টি আধাপাকা ঘর, একটি কাঁচা ঘর, ১টি খেলার মাঠ ও ২ টি কম্পিউটার রয়েছে। বিদ্যালয়ের সম্মুখে মাঠের পূর্ব পার্শ্বে একটি শহীদ মিনার রয়েছে যা বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে।
১৯৮৫ সালে টিলাগাঁও এর বালিয়া গ্রামে এলাকার বিশিষ্ট ব্যাক্তিদের উদ্যোগে জনাব আজিজুন্নেছা চৌধুরী, মোঃ আব্দুর রহিম চৌধুরী ও মোঃ আব্দুস সহিদ চৌধুরীর দানকৃত ভুমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রয়াত স্পীকার জনাব হুমাযুন রশীদ চৌধুরীর একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠার বছরই বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়।
ক্রমিক | নাম | পদবী | মেয়াদ উত্তীর্ণের তারিখ |
১ | মোঃ আব্দুল মালিক | সভাপতি |
১৫/০৩/২০১৪ |
২ | মোঃ হাবিবুর রহমান | সাঃ শিক্ষক সদস্য | |
৩ | মোঃ ফুল মিয়া | ঐ | |
৪ | আব্দুল মছবিবর | সাঃ অভিঃ সদস্য | |
৫ | মোঃ মশাহিদ আলী | ঐ | |
৬ | কানু চন্দ্র দত্ত | ঐ | |
৭ | মোঃ দেওয়ান আলী | ঐ | |
৮ | জপনা রানী দে | সংরক্ষিত মহিলা অভিঃ সদস্য | |
৯ | সৈয়দ সহিদ আলী | কো-অপ্ট সদস্য | |
১০ | সুধীর চন্দ্র মালাকার | সদস্য সচিব |
জেনারেল শাখাঃ
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ |
পাশের হার | ||
মোট | ছাত্রী | মোট | ছাত্রী | ||
২০০৮ | ৩৫ | ১৭ | ১৮ | ০৮ | ৪৮.৫৭% |
২০০৯ | ৩৯ | ২১ | ৩৩ | ১৭ | ৮৪.৬২% |
২০১০ | ৫২ | ৩০ | ৩৭ | ১৮ | ৭১.১৫% |
২০১১ | ৮৬ | ৪৭ | ৬৪ | ৪০ | ৭৪.৪২% |
২০১২ | ১১৬ | ৬৯ | ১০২ | ৬৬ | ৮৭.৯৩% |
ভোকেশনাল শাখাঃ
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
২০০৮ | ২০ | ০৭ | ৩৫% |
২০০৯ | ১৭ | ০৮ | ৪৭.০৬% |
২০১০ | ২২ | ১৫ | ৬৮.১৮% |
২০১১ | ৩২ | ২৬ | ৮১.২৫% |
২০১২ | ২৫ | ০৯ | ৩৬% |
ভবিষ্যৎ পরিকল্পনাঃ শিক্ষার্থীর ঝরেপড়া রোধ, শতভাগ ফলাফল নিশ্চিত করা, ব্যবসায় শিক্ষা শাখা খোলা, অবকাঠামোগত উন্নয়ন সহ যুগোপযোগি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা ।
যোগাযোগঃ কুলাউড়া থেকে শমশেরনগর রোডে টিলাগাঁও বাসষ্ট্যান্ডে নেমে রিক্সায় ১ কিলোমিটার দূরে টিলাগাঁও রেলওয়ে ষ্টেশন পার হয়ে বালিয়া গ্রামে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস