বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৬নং কাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাকিচার গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের ভূমির পরিমান ৩৪ শতক। বিদ্যালয়টির গৃহ পাকা । এতে মোট ৩ টি শ্রেণিকক্ষ ১ টি অফিসকক্ষ আছে।বিদ্যালয়টিতে দুইটি শিফটে শ্রেণি পাঠদান পরিচালিত হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে ১৪১ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষক শিক্ষার্থী অনুপাত ১:৪৭। এটি হাওর এলাকায় অবস্থিত । বিদ্যালয়টির সম্মুখে একটি ছোট খেলার মাঠ ওকয়েকটি বৃক্ষ আছে । উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ০৮ কি.মি.
১৯৭২ সালে কাকিচার গ্রামের স্বনামধন্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী স্বর্গীয় শ্রী নয়ান চন্দ্র নাথ অত্র এলাকায় কোন শিক্ষা ফ্রতিষ্ঠান না থাকায় অত্র এলাকার শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে নিজ ভূমিতে বীরেন্দ্র চন্দ্র দেবনাথ ও মো: ইউনুছ মিয়া সহ এলাকার সকলের সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭৩ সালে ১৪ শতাংশ ভূমি বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে ১২/০৫/১৯৯৯খ্রি. তারিখে তাঁর সুযোগ্য সন্তান(অব.শিক্ষক) শ্রী যতীন্দ্র চন্দ্র দেবনাথ বিদ্যালয়ের উন্নয়নের স¦ার্থে নতুন ভবন নির্মানার্থে এর পার্শ্বস্থ আরো ০৪ শতাংশ জমি দান করেন। ১৯৮৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর থেকে আজ অবধি সুনামের সাথে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ১৪ ১৩ ২৭
২য় ২১ ১৭ ৩৮
৩য় ২০ ২২ ৪২
৪র্থ ১০ ১৫ ২৫
৫ম ০৩ ০৬ ০৯
মোট ৬৮ ৭৩ ১৪১
০১ মো: খয়রুল ইসলাম নওয়াগাঁও অভিভাবক সদস্য সহসভাপতি
০২ পুর্ণেন্দু দেবনাথ অলিপুর বিদ্যোৎসাহী পুরুষ সদস্য
০৩ শেখ মো: আ: হাই নবীনগর মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি সদস্য
০৪ মো: হেলাল মিয়া চুনঘর অভিভাবক সদস্য সদস্য
০৫ সঞ্চিতা রানী নাথ চুনঘর মেধাবী ছত্রের অভিভাবক সদস্য
০৬ দিপালী বেগম চুনঘর বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৭ রুবী রানী দেবী চুনঘর অভিভবিক সদস্য সদস্য
০৮ রজকিনী বিশ্বাস চুনঘর অভিভবিক সদস্য সদস্য
০৯ মন্টু দেবনাথ চুনঘর ইউ/পি সদস্য সদস্য
১০ শাহানা বেগম নওয়াগাঁও বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ দেবব্রত ধর চুনঘর প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ১৮ ১৭ ১৭ ১০০%
২০১০ ২৩ ১৬ ১৪ ৮৮%
২০০৯ ১১ ১১ ০৯ ৮২%
২০০৮ ১২ ১২ ১২ ১০০%
২০০৭ ১৪ ১৪ ১৩ ৯৩%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ ০১ - ০১
২০১০ - - -
২০০৯ ০১ - ০১
২০০৮ ০১ - ০১
২০০৭ - ০১ ০১
বিগত ২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%।
বিদ্যালয়টিকে একটি আদর্শ ও শ্রেষ্ঠ বিদ্যাপীটে পরিনত করা এবং সকল শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা।
দেবব্রত ধর ,প্রধান শিক্ষক, কাকিচার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৮০৯০৬২২।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস