ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসাটি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ১৭ নং ভাটেরা ইউনিয়নের অর্ন্তগত। ইবতেদায়ী ১ম শ্রেণী হইতে দাখিল দশম শ্রেণী পর্যন্ত এবং হিফজুল কোরআন শাখা নিয়ে মাদ্রাসাটি পরিচালিত। ২০০১ সাল থেকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে অদ্যবদি পর্যন্ত ৫ বার শতভাগ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া প্রত্যেক রমদ্বান মাসে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ঠ এর আওতায় অভিজ্ঞ ক্বারী শিক্ষকমন্ডলী দ্বারা কোরআন শিক্ষা প্রশিক্ষন চালু রয়েছে
এলাকাবাসীর সহ-উদ্যেগে ১৯৮৮ সালে হিফজুল কোরআন শাখা চালুর মাধ্যমে মাদ্রাটির যাত্রা শুরু হয় এবং ১৯৯০ সাল থেকে ইবতেদায়ী স্তরে উন্নিত হয়। ১৯৯৫ সালে দাখিল বিভাগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ৯ম শ্রেণী খোলার অনুমোদন লাভ করে এবং ২০০১ সালে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে এ পর্যন্ত ৫ বার শতভাগ সাফল্য অর্জন করে। কিন্তু প্রতিষ্ঠানটি কোন রুপ সরকারী বেতন ভাতাদি পায় নাই। যুক্তরাজ্য প্রবাসী মোঃ জুবায়ের আহমদ সেলিম সাহেবের বড় অংকের অনুদান লাভ করে। ২০১০ সালে মাদ্রাসাটির প্রসাসনিক ভবন নির্মিত হয়। এলাকাবাসীর ও প্রবাসীদের অর্থায়নে ২টি আধাপাকা ঘর নির্মিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মোঃ কয়েছ আহমদ ও মোঃ জুবায়ের আহমদ সেলিম সাহেবদ্বয়ের অনুদানে ২০০৮ সালে মাদ্রাসার মসজিদ নির্মিত হয়েছে।প্রায় ৫০০ ছাত্রছাত্রী এবং ১৪ জন শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে।
ইবতেদায়ী বিভাগ
১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী | |||||
বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা |
২৮ | ২৪ | ১৯ | ১৭ | ৩৪ | ১৯ | ২৭ | ১৯ | ২৮ | ২৫ |
দাখিল বিভাগ
৬ষ্ঠ শ্রেণী | ৭ম শ্রেণী | ৮ম শ্রেণী | ৯ম শ্রেণী | ১০ম শ্রেণী | |||||
বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা |
২১ | ৩৪ | ২৩ | ১৩ | ২৪ | ২৮ | ২৩ | ২৫ | ১৮ | ১০ |
ক্রঃ নং | নাম | পদবি |
০১ | মোঃ ফজলুল করিম | সভাপতি |
০২ | মাওঃ মোঃ শাতির খান | সুপার/ সম্পাদক |
০৩ | মোঃ বাবরু মিয়া | সদস্য |
০৪ | মোঃ মুক্তার হোসেন | সদস্য |
০৫ | মোঃ পাখি মিয়া | সদস্য |
০৬ | মোঃ শাহিন আহমদ | সদস্য |
০৭ | হাজী মোঃ ফখরুল ইসলাম | সদস্য |
০৮ | মোঃ সাহেদ আহমদ | সদস্য |
০৯ | মাওঃ মোঃ আবদুল কাইউম | সদস্য |
১০ | মোঃ মাহতাব মিয়া | সদস্য |
১১ | মোছাঃ হেপী বেগম | সদস্য |
১২ | মোঃ ছমরু মিয়া | সদস্য |
| মেয়াদ- |
|
দাখিল
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
১০০% | ৯৩.৭৫% | ১০০% | ১০০% | ১০০% |
জে.ডি.সি
২০১০ | ২০১১ |
৬৭.৬৪% | ৮৩.০৩% |
১. মোঃ সাহেল আলী ২. আমিনুল ইসলাম মামুন
যদি সরকারের অনুদান পাওয়া যায় এবং যদি এমপিও লাভ করি তাহলে ভবিষ্যতে আলিম খোলার পরিকল্পনা আছে।
কুলাউড়া উপজেলা হতে দক্ষিন দিকে ব্রাক্ষণবাজার , থেকে ফেঞ্চুগঞ্জ সড়ক যোগে ২০ কি.মি. ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস