বিদ্যালয়টিতে ১টি দ্বিতল ভবন,১টি ৩ কক্ষ বিশিষ্ট ১ তলা ভবন ও ১টি ১৪৫ ফুট লম্বা টিন শেডের ছাউনীর ঘর আছে। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক,ব্যবসায় শিক্ষা ও কম্পিউটার বিষয় চালু আছে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৬ষ্ঠ শ্রেণীতে ১৫৭ জন,৭ম শ্রেণীতে ১৮২ জন,৮ম শ্রেণীতে ১৮৭ জন, ৯ম শ্রেণীতে ১৬৮ জনএবং ১০ শ্রেণীতে ১৩৭ জন সহ মোট ৮৩১ জন অধ্যয়ন করছে। তন্মধ্যে মেয়ে শিক্ষার্থী ৪১৫ জন।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৪ নং জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি মুলতঃ ১৯৬৬ ইংরেজতে মাত্র ৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। ১৯৬৭ ইংরেজীতে এলাকাবাসীর বিভিন্ন চাঁাদা আদায়ের মাধ্যমে অক্লামত পরিশ্রমে জুনিয়র হিসাবে প্রতিষ্ঠিত হয়।পরবর্তীতে ১৯৭০ ইংরেজীতে জুনিয়র হিসাবে স্বীকৃতি পায়।১৯৮১ ইংরেজীতে মাধ্যমিক হিসাবে একাডেমিক স্বীকৃতি পায়। প্রতিষ্ঠাকালীন সময়ে ক্লিভডন চা বাগান কর্তৃপক্ষ আসবাবপত্র দিয়ে সহায্য করেন। বিদ্যালয়টি এইচ,আর,সি চা বাগান সংলগ্ন অত্যমত মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের প্রথম ভূমি দাতা আংশিক মরহুম জনাব মকবুল আলী সাহেব এবং অন্য ভূমি দাতা মরহুম জনাব আব্দুর রহিম সাহেব। বিদ্যালয়ের মোট ভূমির পরিমান .০৬০ শতাংশ।
ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ শ্রেণি ছাত্র ছাত্রী মোট
৬ষ্ঠ ৭৩ ৮৪ ১৫৭
৭ম ৮৮ ৯৪ ১৮২
৮ম ৯৪ ৯৩ ১৮৭
৯ম ৯১ ৭৭ ১৬৮
১০ম ৭০ ৬৭ ১৩৭
৪১৬ ৪১৫ ৮৩১ |
বর্তমান পরিচালনার কমিটির তথ্যঃ
ক. মুজিবুর রহমান সেলিম ঃ সভাপতি
খ. মোঃ হোসেন রাজা তালুকদার ঃ অভিভাবক সদস্য
গ. সোনাহর আলী ঃ অভিবাবক সদস্য
ঘ. শতদল বর্ধন ঃ অভিভাবক সদস্য
ঙ. মরিয়ম সুলতানা রুজি ঃ সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
চ. মোঃ আব্দুল মতলিব ঃ দাতা সদস্য
ছ. শচীন্দ্র চন্দ্র রায় ঃ সাধারণ শিক্ষক
জ. বিশ্বজিৎ দাশ ঃ সাধারণ শিক্ষক
ঝ. রোকসানা বেগম ঃ সংরক্ষিত মহিলা শিক্ষক
ঞ. রুপিয়া বেগম ঃ সদস্য সচিব
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ
২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ ২০১২
জে এস সি - -- ৬৫.৭১% ৮২.৮১ -----
এস এিস সি ৬৪.১৫% ৭৪.৫১% ৮২.০৯% ৮২.২৮% ৮৩.৮৮%
২০১০ ইংরেজীতে গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলায় ফুটবলে চ্যাম্পিযন। এবং ৪০ তম বাংলাদেশ জাতীয় শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে রানার্স আপ।স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ২০১০ সনে।২০১২ ইংরেজীতে ওয়েব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্কুল বিতর্কে চ্যাম্পিয়ন।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা এবং উচ্চ মাধ্যমিক কলেজে রুপান্তরিত করা।
কুলাউড়া সদর হইতে রিকশা ,সি,এন,জি,অথবা পিকআপ যোগে বিছরা কান্দি-বিজয়া বাজার পিচ রাস্তা হইয়া ৭ কিঃমিঃ।অথবা কুলাউড়াুজুড়ী রাস্তার আছুরী ঘাট নামক স্থানে নামিয়া পূর্ব দিকে ১.৫ কিঃ মিঃ তারপরে দক্ষিণ দিকে .৭৫ কিঃ মিঃ গেলে বিদ্যালয় পাওয়া যাইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস