শাহজালালের পূর্ণস্মৃতি বিজড়িত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউড়া উপজেলাধীন ভাটেরা একটি নিভৃত পল্লী । এই এলাকা এক সময় শিক্ষাদীক্ষায় ছিল উন্নত।কালের পরিবর্তনে যখন এই ঐতিহ্য বিলুপ্তির পথে তখন জেগে উঠে এলাকার সুশিল সমাজ । তাদেরই একজন হলেন আলহাজ্ব মাওলানা সাইফুল আলম সিদ্দীকী । যিনি সাহসে বীর, কর্মে উদ্যম, চিন্তায় গভীর ও দানশীল এবং দয়ায় মহান যিনি ব্যক্তিগত ভাবে সপ্ন দেখেছিলেন একটি মাদ্রাসা প্রতিষ্টার । দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীরও স্বপ্ন ছিল ইসলামী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠান গড়া । দীর্ঘ প্রতিক্ষার পর আশির দশকে অনানুষ্ঠানিক ভাবে অনেক প্রতিষ্ঠানের জন্ম হয়। কালের পরিক্রমায় তা বিলীন হয়ে যায় । তখনই জনাব মাওলানা সাইফুল আলম সিদ্দিকী এলাকাবাসির সপ্নপূরনে ব্যক্তিগত তহবিল হতে জায়গাজমি সহ যাবতীয় খরছাদি বহনের দৃঢ় অঙ্গিকার দিয়েএলাকা বাসিকে উদ্বুধ করে ১৪/০১/১৯৮৬ ইং সনে প্রাথমিক মক্তব শিক্ষার মাধ্যমে যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। সময়ের ব্যবধানে আনুষ্ঠানিকভাবে রূপ নিতে থাকে ভাটেরা মদীনাতুল উলুম সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসা । ১৯৯৯ ইং সনে নবম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি , ২০০০ ইং সনে দাখিল স্তরের স্বীকৃতি এবং ২০০৪ই সনেশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে এম. পি. ও ভূক্ত হয় । এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়নে ধার্মিক , শিক্ষানুরাগী,কমিউনিটি লিডার, আমেরিকা প্রবাসী জনাব আলহাজ্ব আকদ্দছ আলী সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ্ব মাওলানা সাইফুল আলম সিদ্দিকী (আমেরিকা প্রবাসী) সাহেবের একক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি দাখিল পর্যায়ে পূর্ণতা লাভ করে । অব্যাহত প্রচেষ্টার ফলশ্র‘‘তিতে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে পাঠদান শুরু হয় । অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন । প্রতিষ্ঠানটি এ পর্যায়ে উন্নীত হওয়ার ক্ষেত্রে তাঁর দুই ভাইসহ পূর্ণ পরিবারের স্বতঃস্ফুর্ত সহযোগিতার কোনো কমতি ছিল না ।
প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্বশীল নিয়োগে অনেক চিন্তা ভাবনার পর এলাকাবাসীর স্বতঃস্ফুত সমর্থনে অত্র এলাকার নওয়া গাঁও গ্রামের মৃত আলহাজ্ব মছদ্দর আলী সাহেবের সুযোগ্য সন্তান বয়সে নবীন, অত্যন্ত মেধাবী, বিনয়ী স্বভাবের মাওলানা মোঃ ফয়জুর রহমান সাহেবকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ প্রদান করা হয় । ভাটেরা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৮০ ইং সনে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন । অতঃপর গাংকুল ফাজিল মাদ্রাসা, বড়লেখা থেকে ১৯৮৯ ইং সনে দাখিল ও সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা থেকে ১৯৯১ইং সনে আলীম , ১৯৯৩ ইং সনে ফাজিল ও ১৯৯৫ ইং সনে সফলতার সাথে হাদীস বিভাগে কামিল ডিগ্রি লাভ করেন । ১৯৯৭ ইং সনে প্রথম দিকে দায়িত্ব গ্রহনের পর থেকে নিরলস প্রচেষ্ঠা ও প্রতিষ্ঠাতার আন্তরিক সহযোগিতার ফলে
প্রতিষ্ঠানটি কুলাউড়া উপজেলার প্রথম সারির একটি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে । সে প্রচেষ্ঠা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
ক্রমিক | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | প্রথম | ২৭ | ২০ | ৪৭ |
০২ | দ্বিতীয় | ২৩ | ৩৫ | ৫৮ |
০৩ | তৃতীয় | ২৮ | ৩০ | ৫৮ |
০৪ | চতুর্থ | ১৯ | ১৫ | ৩৪ |
০৫ | পঞ্চম | ১৯ | ১৮ | ৩৭ |
০৬ | ষষ্ঠ | ৩৭ | ৫৬ | ৯৩ |
০৭ | সপ্তম | ৩০ | ৩৬ | ৬৬ |
০৮ | অষ্টম | ১৯ | ২১ | ৪০ |
০৯ | নবম | ২১ | ২০ | ৪১ |
১০ | দশম | ১৬ | ১৫ | ৩৩ |
দাখিল সার্টিফিকেট পরীক্ষায় বিগত ৮ বছরের ফলাফল নিন্মরূপ
পাসের সন | মোট পরীক্ষার্থী | মোট কৃতকার্য | মোট অকৃতকার্য | পাসের হার | মন্তব্য |
২০০৪ ইং | ১৩ | ১২ | ০১ | ৯৩% |
|
২০০৫ ইং | ০৮ | ০৮ | ০ | ১০০% |
|
২০০৬ ইং | ১৪ | ১৪ | ০ | ১০০% |
|
২০০৭ ইং | ৯ | ৭ | ২ | ৭৮% |
|
২০০৮ ইং | ১৭ | ১৭ | ০ | ১০০% |
|
২০০৯ ইং | ১৭ | ১৭ | ০ | ১০০% |
|
২০১০ ইং | ১৯ | ১৯ | ০ | ১০০% |
|
২০১১ ইং | ২৪ | ২৪ | ০ | ১০০% |
|
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল নিন্মরূপ
পাসের সন | মোট পরীক্ষার্থী | মোট কৃতকার্য | মোট অকৃতকার্য | পাসের হার | মন্তব্য |
২০১০ ইং | ৩৭ | ৩১ | ০৬ | ৮৪% |
|
২০১১ ইং | ৪৭ | ৪৭ | ০ | ১০০% |
|
ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল নিন্মরূপ
পাসের সন | মোট পরীক্ষার্থী | মোট কৃতকার্য | মোট অকৃতকার্য | পাসের হার | মন্তব্য |
২০১০ ইং | ৬৪ | ৫৮ | ০৬ | ৯১% |
|
২০১১ ইং | ৬০ | ৫৭ | ০৩ | ৯৫% | সিলেট বিভাগে মেধা তালিকায় ৩য় স্থান |
শিক্ষা বৃত্তি সংক্রান্ত তথ্য (জাতীয়)
ইবতেদায়ী বৃত্তি (৫ম শ্রেণী)
| |||
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | সন | বৃত্তির ধরণ |
০১ | শাহ আব্দুল কাইয়ুম | ১৯৯৯ ইং | সাধারন |
০২ | শিবিবর আহমদ | ২০০০ ইং | সাধারন |
০৩ | সজিবুর রহমান | ২০০০ ইং | সাধারন |
০৪ | শাহ সালমা খানম | ২০০১ ইং | সাধারন |
০৫ | মোছাঃ রুজিনা বেগম | ২০০৩ ইং | সাধারন |
০৬ | মোছাঃ লাকী বেগম | ২০০৪ ইং | সাধারন |
০৭ | আব্দুল কাদির | ২০০৫ ইং | সাধারন |
০৮ | শিরিনা রহমান | ২০০৬ ইং | সাধারন |
০৯ | লুবনা বেগম | ২০০৮ ইং | সাধারন |
১০ | সাজেদা আক্তার নাজু | ২০০৮ ইং | সাধারন |
১১ | রিতা জান্নাত | ২০০৮ ইং | সাধারন |
জুনিয়র দাখিল (৮ম শ্রেণী)
| |||
০১ | রুজিনা সিদ্দিকা | ২০০৬ ইং | সাধারন |
০২ | হালিমা সিদ্দিকা | ২০০৬ ইং | সাধারন |
০৩ | মাছুম আহমদ | ২০১০ ইং | সাধারন |
০৪ | এলি বেগম | ২০১০ ইং | সাধারন |
০৫ | লুবনা বেগম | ২০১১ ইং | ট্যালেন্টপুল |
০৬ | সাজেদা আক্তার নাজু | ২০১১ ইং | ট্যালেন্টপুল |
শিক্ষা বৃত্তি সংক্রান্ত তথ্য (স্থানীয়)
ভাটেরা এডুকেয়ার মেধাবৃত্তি
ক্রমিক নং | নাম | সন | শ্রেণী |
০১ | আবুল হোসেন | ২০০৪ ইং | ৩য় |
০২ | জহিরুল ইসলাম | ২০০৪ ইং | ৩য় |
০৩ | রফিকুল ইসলাম | ২০০৫ ইং | ৩য় |
০৪ | আবুল হোসেন | ২০০৫ ইং | ৪র্থ |
শাহজালাল যুব সংঘ মেধা বৃত্তি
ক্রমিক নং | নাম | সন | শ্রেণী |
০১ | মোছাঃ রুশনা বেগম | ২০১০ ইং | ৪র্থ |
০২ | মোছাঃ শাকিলা সিদ্দিকা | ২০১০ ইং | ৪র্থ |
০৩ | তাজকিয়া ফারহানা | ২০১০ ইং | ৪র্থ |
০৪ | মোছাঃ রুজিনা আক্তার | ২০১০ ইং | ৫ম |
০৫ | মোছাঃ মরিয়ম আক্তার | ২০১০ ইং | ৫ম |
২০১১ইং সনে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সিলেট বিভাগে মেধা তালিকায় ৩য় স্থান এবং জুনিয়র দাখিল পরীক্ষায় মৌলভীবাজার জেলায় ২য় স্থান অর্জন করে ।
সুপারিনটেনডেন্ট
ভাটেরা মদীনাতুল উলুম সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসা
ডাকঃ ভাটেরা উপজেলাঃ কুলাউড়া জিলাঃ মৌলভীবাজার
মোবাইলঃ ০১৭১২৮৪২১২০
ইমেইলঃ rfayzur@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস